বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১১তম আসরে ঢাকা ক্যাপিটালসের ফ্র্যাঞ্চাইজি মালিক হয়েই দৃষ্টান্ত স্থাপন করলেন শাকিব খান।
ঢালিউডের এই তারকার দল এবারের আসরে প্রত্যাশিত পারফরম্যান্স করতে পারেনি; কিন্তু মাঠের বাইরে ঠিকই চ্যাম্পিয়ন শাকিব খান এবং তার ফ্র্যাঞ্চাইজি। ঢাকার জার্সি এবারের বিপিএলের সেরা নির্বাচিত হয়েছে। ভক্ত-সমর্থকরা ঢাকার নীল রঙের জার্সিকে বেশি ভোট দিয়েছেন।
শুধু কি তাই? ঢাকার ক্রিকেটারদেরও মন জিতে নিয়েছেন শাকিব খান। অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো যেখানে পারিশ্রমিক নিয়ে টালবাহানা করেছে সেখানে ঢাকা ছিল ব্যতিক্রম। সময়মতোই ক্রিকেটাররা তাদের সম্মানী বুঝে পেয়েছেন বলে জানা গেছে। ঢাকা ক্যাপিটালসে খেলার সুযোগ পেয়ে পারফর্ম করেছেন হারিয়ে যাওয়া সাব্বির রহমানরা। আবারও স্বপ্ন দেখছেন জাতীয় দলে কামব্যাকের। দীর্ঘদিন অফফর্মে থাকা লিটন দাসও নিজের আত্মবিশ্বাস ফিরে পাবার উপলক্ষ্য পেয়েছেন। গড়েছেন বিপিএলে রেকর্ডও।
ক্রিকেটারদের ব্যর্থতায়ও তাদের পাশে থেকেছেন শাকিব খান। আগেই বিদায় নিশ্চিত হয়ে যাওয়ায় নিজেদের শেষ ম্যাচটা ছিল নিয়মরক্ষার। এমন ম্যাচেও উৎসাহ দিতে মাঠে ছুটে এসেছিলেন। ভবিষ্যতে আরও শক্তিশালী দল গড়ে ঘুরে দাঁড়ানোর বার্তা দিয়েছেন।
নিজেদের বিদায়ী ম্যাচের দিন কথাতেও মন জিতেছেন শাকিব খান। ঢালিউড নায়কের মতে, আমি কখনও হারি না; হয় জিতি না হয় শিখি। তিনি বলেন, এবারের বিপিএলে আমরা ঢাকা ক্যাপিটালস দল নিয়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছিলাম। এটি আমাদের জন্য যেমন নতুন অভিজ্ঞতা ছিল, তেমনি ছিল নতুন চ্যালেঞ্জ। প্রথমবার ক্রিকেটের এমন আসরে অংশ নিয়ে আমরাও ভালো করার চেষ্টা করেছি। যেহেতু এবারই শুরু, তাই সবদিক থেকে নতুন নতুন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। যারা আমাকে পছন্দ করেন তারা হয়তো জেনে থাকবেন- আপনাদের নিঃস্বার্থ ভালোবাসায় আমি কখনও হারি না; হয় জিতি না হয় শিখি! হয়তো আগামীতে আমরা আরও শক্তিশালী, আগ্রাসী এবং জয়ের জন্য আরও প্রস্তুত দেখতে পাবেন- এটাই আমাদের প্রতিশ্রুতি।
ঢাকা ক্যাপিটালসের সূচনাটা প্রত্যাশা ছুঁতে না পারলেও আগামীতে চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখেন শাকিব খান। তিনি বলছিলেন, ঢাকা ক্যাপিটালসের খেলোয়াড়, টিম ম্যানেজমেন্ট, সমর্থক এবং স্পন্সর হিসেবে যারা যুক্ত ছিলেন সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ। আপনাদের ভালোবাসা, সমর্থন আর বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় শক্তি। আসুন আগামীতে সবাই মিলে ঢাকা ক্যাপিটালসকে চ্যাম্পিয়ন করার স্বপ্ন দেখি এবং সেটাকে বাস্তবে রূপ দেই।