
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ‘আমরা আওয়ামী লীগের কর্মসূচিতে বাধা দিতে চাই না : জামায়াত আমির’ শীর্ষক শিরোনামে কালের কণ্ঠের লোগো ব্যবহার করে একটি ফটোকার্ড প্রচার করা হয়েছে। কিন্তু কালের কণ্ঠ এই শিরোনামে কোনো ফটোকার্ড প্রচার করেনি।জানা যায়, শুক্রবার (৩১) জানুয়ারি আলোচিত ফটোকার্ডটি প্রচার করা হয়েছে। কালের কণ্ঠ এদিন এই শিরোনামে কোনো ফটোকার্ড প্রচার করেনি।এমনকি এই শিরোনামে কোনো খবরও প্রকাশ করেনি।
অতএব ‘আমরা আওয়ামী লীগের কর্মসূচিতে বাধা দিতে চাই না : জামায়াত আমির’ শীর্ষক শিরোনামে কালের কণ্ঠ কোনো ফটোকার্ড প্রচার করেনি।