Image description

চব্বিশের জুলাই আন্দোলনে গণহত্যার দায়ে আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের দাবিতে রংপুরে বিক্ষোভ মিছিল ও গণজমায়েত কর্মসূচি পালন করেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা।

শুক্রবার (৯ মে) বাদ জুমা থেকে রংপুর মহানগরীর জিলা স্কুল মোড়ে এ কর্মসূচি শুরু হয়ে বিকেলে শেষ হয়।

এতে সাধারণ ছাত্র-জনতা ছাড়াও জামায়াতে ইসলামী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ইসলামী ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘আওয়ামী লীগের ঠিকানা, এই বাংলায় হবে না’, ‘আওয়ামী লীগ, ব্যান ব্যান’সহ নানা স্লোগান দেন তারা।

বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তব্য দেন—মহানগর জামায়াতে ইসলামীর প্রচার সম্পাদক অ্যাডভোকেট কাওছার আলী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক ইমরান আহমেদ, মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহির আলম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহবুব হোসেন সুমন, গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদের সদস্য হানিফ খান সজীব, মহানগর ছাত্রশিবিরের সেক্রেটারি আনিসুর রহমান, সাবেক দপ্তর সম্পাদক ওয়াহেদ আলী, কারমাইকেল কলেজ ছাত্রশিবিরের সেক্রেটারি আবু সুফিয়ান।

এ ছাড়া অন্যান্যের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রংপুর মহানগরের যুগ্ম সদস্য সচিব রাজিমুজ্জামান হৃদয়, যুগ্ম আহ্বায়ক মোতাওয়াক্কিল বিল্লাহ, এনসিপি রংপুর সংগঠক আলমগীর নয়ন বক্তব্য দেন।

 

এ সময় বক্তারা বর্তমান অন্তর্বর্তী সরকারের কঠোর সমালোচনা করে বলেন, যতই পুনর্বাসনের চেষ্টা করা হোক এই বাংলায় আওয়ামী লীগের ঠাঁই হবে না। আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দীর্ঘ ১৬ বছর স্বৈরাচারী শাসন ব্যবস্থায় এ দেশের মানুষকে শোষণ করেছে। চব্বিশের আন্দোলনে ছাত্র-জনতার ওপরে অন্যায়-অত্যাচার, হত্যা, গুম, খুন চালিয়েছে। দল হিসেবে ৫ আগস্টেই আওয়ামী লীগের বিরুদ্ধে জনগণ রায় দিয়েছে। আইনের ফাঁক-ফোঁকর আর পশ্চিমা শক্তির দোহাই দিয়ে আওয়ামী লীগকে রক্ষা করা যাবে না।

নেতৃবৃন্দ আরও বলেন, বর্তমান সরকারের পক্ষ থেকে পতিত দলকে নিষিদ্ধ ঘোষণা করতে হবে। কারণ গণহত্যাকারী মানবতাবিরোধী আওয়ামী লীগের রাজনীতি করার অধিকার নেই। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ এই দেশ থেকে নিষিদ্ধ না হয়, ততক্ষণ আন্দোলন-সংগ্রাম চলবে। কারো সঙ্গে আপস করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করলে এই সরকারের পরিণতি শেখ হাসিনার চেয়েও ভয়াবহ হবে। এ সময় অবিলম্বে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনকে নিষিদ্ধ করা না হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা।

এদিকে খুন, গুম, গণহত্যাকারী আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে আজ রাত সাড়ে ৮টায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ফটকের সামনে বিক্ষোভ মিছিল ও জমায়েত কর্মসূচির ডাক দিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা।