
ভারত-পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার জেরে আইপিএল ২০২৫ এক সপ্তাহের জন্য স্থগিত হওয়ার দিনই বড় ধরনের নিরাপত্তা হুমকির মুখে পড়েছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম। শুক্রবার (৯ মে) সকালে স্টেডিয়াম কর্তৃপক্ষ একটি বেনামি ইমেইল পায়, যেখানে সরাসরি স্টেডিয়ামটি উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।
দিল্লি ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশন (ডিডিসিএ) তাৎক্ষণিকভাবে এই হুমকি বার্তাটি দিল্লি পুলিশকে জানায়। ডিডিসিএর এক শীর্ষ কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে বিষয়টি নিশ্চিত করে বলেন,‘হ্যাঁ, আজ সকালে আমরা একটি হুমকি ইমেইল পেয়েছি এবং সেটা আমরা সঙ্গে সঙ্গে দিল্লি পুলিশকে জানিয়ে দিয়েছি। তারা এরই মধ্যে স্টেডিয়ামে এসে তল্লাশি করেছে।’ হুমকি বার্তায় আরও চাঞ্চল্যকর দাবি করা হয় যে, ভারতের বিভিন্ন জায়গায় পাকিস্তান-সমর্থিত ‘স্লিপার সেল’ রয়েছে, যাদের ‘অপারেশন সিন্দুর’ নামে একটি পরিকল্পনার অংশ হিসেবে সক্রিয় করা হবে।
উল্লেখ্য, দিল্লির এই অরুণ জেটলি স্টেডিয়ামটি দিল্লি ক্যাপিটালসের হোম গ্রাউন্ড এবং আগামী ১১ মে এখানেই দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটানসের একটি ম্যাচ হওয়ার কথা ছিল। তবে তার আগেই ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার প্রেক্ষাপটে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) আইপিএল এক সপ্তাহের জন্য স্থগিত করে দেয়।