
জাল-জালিয়াতি, অনিয়ম, দুর্নীতি ও ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের সিইও গোলাম কিবরিয়ার বিরুদ্ধে। আইন লঙ্ঘন এবং ক্ষমতার অপব্যবহার করে সিন্ডিকেটের মাধ্যমে অনিয়মের সাম্রাজ্য গড়ে তুলেছেন তিনি। গোলাম কিবরিয়া অনিয়ম ও অনৈতিক পন্থায় অত্যন্ত সুক্ষ্ম এবং সুপরিকল্পিতভাবে আত্মসাত করেছেন কোম্পানির কোটি কোটি টাকা। যার ফলে হুমকির মুখে পড়েছে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ১২ লাখ গ্রাহকের শত শত কোটি টাকার আমানত।
জানা যায়, কোম্পানির টাকা আত্মসাত করে বহুতল ভবন নির্মাণ, ফ্ল্যাটসহ নামে-বেনামে অবৈধভাবে গড়েছেন বিপুল সম্পদ। এছাড়া কোম্পানিতে সিন্ডিকেট তৈরি করে কর্মকর্তাদের অবণ্টনকৃত কমিশন বিল আত্মসাৎ, পারিবারিক ভ্রমণ ব্যয় দেখিয়ে কোম্পানির তহবিল থেকে অর্থ আত্মসাৎ, আপ্যায়ন বিল উত্তোলন করে আত্মসাৎ , উন্নয়ন সভার নামে অর্থ আত্মসাতসহ বিভিন্ন দিবস ও প্রচারণা বিল উত্তোলন করে আত্মসাৎ এবং কোম্পানির ভবিষ্যত তহবিল থেকে টাকা তছরুপের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
সম্প্রতি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ সংক্রান্ত একটি চিঠি আইডিআরএ চেয়ারম্যান বরাবর পাঠানো হয়েছে। চিঠির সঙ্গে মো. গোলাম কিবরিয়ার বিরুদ্ধে জমা পড়া অভিযোগের কপি সংযুক্ত করে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। রূপালী লাইফের ডেপুটি ম্যানেজার (নিরীক্ষা বিভাগ) মো. জহিরুল ইসলাম এ অভিযোগ দিয়েছেন। অভিযোগের কপি অর্থ উপদেষ্টাকে দেওয়ার পাশাপাশি দুর্নীতি দমন কমিশনকেও দেওয়া হয়েছে।
অভিযোগপত্রে বলা হয়েছে, মো. গোলাম কিবরিয়া ২০০০ সালে ভুয়া অভিজ্ঞতার সনদ দেখিয়ে রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে এজিএম হিসেবে যোগ দেন। পরে ভুয়া এমবিএ সনদ দেখিয়ে ২০১৪ সালে সিইওর দায়িত্ব গ্রহণ করেন।
কোম্পানির উন্নয়ন কর্মকর্তা-কর্মচারীদের নামে বছর শেষে অবণ্টনকৃত বিভিন্ন কমিশন বিল, ইনসেনটিভ বিল, বেতন ভাতার ৯৯ হাজার তিনশ ৭৯ টাকা অবৈধভাবে অত্মসাৎ করেন। আর এই কাজে তাকে প্রত্যক্ষ সহযোগিতা করেন কোম্পানির কমিশন ইনচার্জ আকতার হোসেন এভিপি ও সাবেক ইনচার্জ জাহাঙ্গীর হোসেন -ডিভিপি। নিয়ম অনুযায়ী কমিশন সংক্রান্ত যেকোন বিল সংশ্লিষ্ট উন্নয়ন কর্মকর্তার ব্যাংক হিসাবের মাধ্যমে পরিশোধের নিয়ম থাকলেও এই ক্ষেত্রে সেটা মানা হয়নি। এই খাতে এভাবে বছরের পর বছর জাল জালিয়াতির মাধ্যমে লুট করা হয়েছে বিপুল অংকের অর্থ।
ওই অভিযোগপত্রে আরও বলা হয়, গোলাম কিবরিয়া রূপালী লাইফ ইন্স্যুরেন্সে চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া সত্ত্বেও ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন জাল জালিয়াতির মাধ্যমে কোম্পানির ভবিষ্যত তহবিল থেকে ৬০ লাখ টাকা উত্তোলন করেছেন। যা সম্পূর্ণ অনৈতিক ও নিয়ম বর্হিভূত কাজ। এ বিষয়ে অর্থ ও হিসাব বিভাগের কর্মকর্তা আকতার হোসেন- এভিপিকে জিজ্ঞাসা করা হলে বিস্তারিত তথ্য বেরিয়ে আসবে বলেও জানানো হয়।
গোলাম কিবরিয়া পারিবারিক ভ্রমণের খরচও জাল-জালিয়াতির মাধ্যমে কোম্পানি থেকে হাতিয়ে নেন। তিনি পরিবার-পরিজন নিয়ে দেশ-বিদেশে ভ্রমণ করে সেই বিলও কোম্পানির তহবিল থেকে আদায় করেন। গত ২০ থেকে ২২ ডিসেম্বর পারিবারিক ভ্রমণে ঢাকা থেকে চট্রগ্রাম যান। সেই বাবদ তিনি কোম্পানি থেকে ৩৫ হাজার নয় শত ৯৯ টাকা উত্তোলন করেন। যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত কাজ। এভাবে তিনি দীর্ঘদিন যাবত কোম্পানির টাকা আত্মসাত করে আসছেন। এখানেই শেষ নয়, ব্যবসা বৃদ্ধির নামে কানাডাসহ বিশ্বের বিভিন্ন দেশে প্রমোদ করেন তিনি। এভাবে কোম্পানির লাখ লাখ টাকা তছরুপ করছেন বলেও উল্লেখ করা হয় ওই অভিযোগপত্রে।
সিইও গোলাম কিবরিয়া বিভিন্ন সময়ে তার দপ্তরে আসা উন্নয়ন কর্মকর্তা ও কর্মচারীদের আগমন দেখিয়ে সেই কর্মীদের নামে ভুয়া বিল-ভাউচার তৈরি করে, আপ্যায়ন বিল হিসেবে তা আত্মসাৎ করেন। এভাবে বছরের পর বছর ভুয়া বিল ভাউচার তৈরি করে কোম্পানির লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছেন তিনি।
অভিযোগপত্রে বলা হয়, গোলাম কিবরিয়া কোম্পানির ব্যবসা বৃদ্ধি ও সম্প্রসারণ এবং উন্নয়নের নামে সিন্ডিকেটের মাধ্যমে ভুয়া বিল ভাউচার তৈরি করে লাখ লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন। গত ডিসেম্বরের ভাউচার অনুযায়ী, তিনি ভুয়া বিল তৈরি করে এক মাসে ৮২ হাজার আটশত টাকা আত্মসাৎ করেন। অনুরূপভাবে বছরের পর বছর বিভিন্ন কায়দায় তিনি কোম্পানির টাকা আত্মসাৎ করে আসছেন।
এসব বিষয়ে জানতে রূপালী লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা গোলাম কিবরিয়াকে ফোন করা হলে তিনি শীর্ষনিউজ ডটকমকে বলেন, আমার নামে যেসব অভিযোগ করা হয়ে তা সর্বৈব ভুয়া। তিনি আরও বলেন, বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) তদন্ত করলে সব বেরিয়ে আসবে।
এ ব্যাপারে জানতে আইডিআরএ’র মুখপাত্র সাইফুন্নাহার সুমিকে ফোন করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
রূপালী লাইফের ডেপুটি ম্যানেজার (নিরীক্ষা বিভাগ) মো. জহিরুল ইসলাম শীর্ষনিউজ ডটকমকে বলেন, দীর্ঘ দিন যাবত অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে কোম্পানি থেকে লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছেন গোলাম কিবরিয়া সিন্ডিকেট। এসব বিষয় নিয়ে কেউ কথা বললে তাকে চাকরিচ্যুত করাসহ বিভিন্নভাবে হুমকি-ধামকি দেওয়া হয়।
তিনি আরও বলেন, আমকেও বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে। যেকোন মুহুর্তে চাকরি থেকে টার্মিনেটও করে দিতে পারে।
শীর্ষনিউজ