
পোখারায় নামলেই ১০০ ঘণ্টা ওড়ার অভিজ্ঞতা পূর্ণ হত; ইয়েতি এয়ারলাইন্সের কো পাইলট অঞ্জু খাতিওয়াদা পেতেন ক্যাপ্টেন হওয়ার লাইসেন্স।
রোববার তার সেই স্বপ্ন বিধ্বস্ত হয়েছে বিমানটির সঙ্গেই। ১৬ বছর আগে এক বিমান দুর্ঘটনায় পাইলট স্বামীকে হারানো অঞ্জুর জীবনেও ঘটেছে একই পরিণতি। খবর আনন্দবাজার পত্রিকার।
১৬ বছর আগে, তিনি তার স্বামী দীপক পোখরেলকে হারান এক এরকমই বিমান দুর্ঘটনায়। তার স্বামীও ইয়েতি বিমানের কো-পাইলট ছিলেন। স্বামীর মৃত্যুর পর, তার অধরা স্বপ্নকেই নিজের লক্ষ্যে পরিণত করেন অঞ্জু। জীবনের দিশা বদলে ফেলেন।
আমেরিকায় গিয়ে পাইলট হওয়ার প্রশিক্ষণ নেন। ফিরে এসে যোগ দেন ইয়েতি বিমান সংস্থায়। রোববার (১৫ জানুয়ারি) যাত্রা থামলো স্বপ্ন ফ্লাইটের সেই ভগ্নদূতের। ৭২ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয় বিমানটি।