
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নবম আসর শুরু হয়েছে আজ। শুক্রবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ও সিলেট স্ট্রাইকার্স। ওইদিন সিলেটের বোলারদের দুর্দান্ত বোলিংয়ের পর তাদের ব্যাটারদের নৈপুণ্যে বড় জয় পেয়েছে সিলেট স্ট্রাইকার্স।
মিরপুরে চট্টগ্রামের দেওয়া ৯০ রানের লক্ষ্যে ১২ দশমিক ৩ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় সিলেট। সিলেটের ওপেনার নাজমুল হোসেন শান্ত ৪১ বলে করেন ৪৩ রান। তার এই ইনিংসটি ছিলো ৩টি চার ও একটি ছক্কা। তিনে নামা জাকির হাসান ২১ বলে ২৭ রানের ইনিংস খেলেন। শেষ দিকে জাতীয় দলের উইকেটরক্ষক মুশফিকুর রহীম অপরাজিত থাকেন ৬ রানে।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে ৮৯ রান সংগ্রহ করে চট্টগ্রাম। সিলেটের হয়ে মাত্র ১৪ রান খরচে ৪ উইকেট তুলে নেন রেজাউর রহমান রাজা। ৭ রান দিয়ে ২ উইকেট নেন মোহাম্মদ আমির। মাশরাফী বিন মোর্ত্তজা ও কলিন অ্যাকারম্যান একটি করে উইকেট নেন।
এদিন ম্যাচের শুরুতেই ধাক্কা খায় চট্টগ্রাম। রান আউটে কাটা পড়ে বিদায় নেন মারুফ ব্যক্তিগত ১১ রান করে। এরপর আফগান দারউইশ রাসুলিকে ফেরান পাক পেসার মোহাম্মদ আমির। পরবর্তীতে আল আমিনও পারেননি ইনিংস বড় করতে। ফিরে যান ১৮ রান করে।
চট্টগ্রামের দলীয় অধিনায়ক শুভাগত হোমও পাননি রানের দেখা। ব্যক্তিগত ১ রান করে রেজাউর রাজার বলে ফিরে যান। এদিকে পাকিস্তানের ক্রিকেটার উসমান খানও পাননি রান। পেসার রাজার বলে আউট হওয়ার আগে করেন ২ রান। চট্টগ্রামের হয়ে সর্বোচ্চ ২৫ রান করেন আফিফ হোসেন। বাকিরা দুই অংকের সংখ্যায় পার করতে পারেনি।
এএসএম