
বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী বলেছেন, ‘‘৯৮ শতাংশ পরিবহন অতিরিক্তি ভাড়া আদায় করছে। আজ বুধবার (২৬ মার্চ) রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।
তিনি বলেন, ‘ঢাকা-বরগুনা রুটে ৫০০ টাকার ভাড়া ১ হাজার টাকা। ঢাকা-রংপুর রুটে এসিতে গাড়িভেদে বাসে ৮০০ টাকার ভাড়া দেড় হাজার বা আড়াই হাজার টাকা নেওয়া হচ্ছে। উত্তরবঙ্গের ননএসি বাসে ৩০০ টাকার ভাড়া ৯০০ টাকা নেওয়া হচ্ছে। এমনকি দক্ষিণ বঙ্গের ভাড়া ৩০০ থেকে ৯০০ টাকা অতিরিক্ত ভাড়া আদায় করছে যাত্রীবাহী বাসগুলো।’
তিনি আরও বলেন, ‘সরকার ৫২ আসনের বাসের ভাড়া নির্ধারণ করে ৪৫ আসনের বাসের ওপর চাপিয়ে দেয়। তবে ৫২ আসনের তালিকা আলাদা করে প্রকাশ করা হয় না।