
চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের আবহই এখন বদলে গেছে। একসময় দুই দলের যে তুমুল লড়াই হতো, সেটা এখন হয় একপেশে। অর্ধযুগ ধরে চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনাকে হারাতে পারে না ব্রাজিল। কাতার বিশ্বকাপ ও পরপর দুটি কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনা এখন উড়ছে। আজ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলকে হারিয়ে বাংলাদেশি সমর্থকদের ধন্যবাদ জানালেন এনজো ফার্নান্দেজ।
মনুমেন্টাল স্টেডিয়ামে অনু্ষ্ঠিত ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ব্রাজিলকে ৪-১ গোলে হারিয়েছে মেসি-মার্টিনেজ-দিবালা বিহীন আর্জেন্টিনা। নূন্যতম লড়াইও করতে পারেনি ব্রাজিল। বরং প্রথমার্ধেই তাদেরকে তিন গোল উপহার দেয় আর্জেন্টিনা। ম্যাচের পর সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে ২৪ বছর বয়সী এনজো ফার্নান্দেজ লিখেছেন, ‘অবিশ্বাস্য সমর্থন এবং শুভেচ্ছার জন্য বাংলাদেশি সমর্থকদের অনেক ধন্যবাদ। এই জয় তোমাদেরও।’
উল্লেখ্য, গত জুলাই-অগাস্টের আন্দোলনের সময় বাংলাদেশের মানুষের প্রতি সংহতি জানিয়ে দুই দফায় পোস্ট করেছিলেন এনজো। আজকের ম্যাচটিতে তিনি একটি গোল করেছেন, আরেকটি গোল বানিয়ে দিয়েছেন। বাকিটা সময় খেলেছেন আক্রমণাত্বক ফুটবল। আর্জেন্টিনার বাকি তিন গোলদাতা হলেন- হুলিয়ান আলভারেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার এবং জুলিয়ানো সিমেওনে। অন্যদিকে ব্রাজিলের হয়ে একমাত্র গোলটি করেছেন মাথিয়াস কুনিয়া।
ফুটবল পাগল হিসেবে বাংলাদেশের মানুষের খ্যাতি আছে। এই দেশে যেমন বিপুল সংখ্যক ব্রাজিলিয়ান সমর্থক আছে, তেমনই আছে আর্জেন্টিনার অসংখ্য সমর্থক। গত কাতার বিশ্বকাপ থেকে সমর্থকদের খবর পৌঁছে গিয়েছিল লিওনেল মেসিদের কান পর্যন্ত। তারপর থেকেই মাঝেমধ্যে বাংলাদেশি ফুটবলপ্রেমীদের নিয়ে সোশ্যাল মিডিয়ায় কথা লেখালেখি করেন আর্জেন্টিনার খেলোয়াড়েরা।