Image description
ঘরের মাঠে কি শেষ ম্যাচ খেললেন ধোনি?
চলমান আইপিএলে ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে ফেলেছে চেন্নাই সুপার কিংস। চিপকে রাজস্থান রয়্যালসকে পাঁচ উইকেটে হারিয়েছে তারা। তবে ম্যাচ শেষে প্রশ্ন উঠে দলের সেরা তারকা মহেন্দ্র সিংহ ধোনিও কি ঘরের মাঠে শেষ ম্যাচ খেলে ফেললেন? মূলত জল্পনা শুরু হয়েছিল চেন্নাইয়ের একটি পোস্ট থেকে। সামাজিক যোগাযোগমাধ্যমে তারা সমর্থকদের উদ্দেশে লিখেছিল, ম্যাচ শেষ হওয়ার পর স্টেডিয়ামেই কিছু ক্ষণ অপেক্ষা করতে। অনেকেই ভেবেছিলেন, ধোনি হয়তো অবসরের সিদ্ধান্ত ঘোষণা করবেন। কারণ, অনেকেরই ধারণা এ বারের আইপিএলই তার শেষ। যদিও ধোনি সে সব করেননি। সমর্থকদের ভালবাসাকে ধন্যবাদ জানাতেই তাদের থাকতে বলেছিল চেন্নাই। ম্যাচের পর দলের সব ক্রিকেটার মাঠ প্রদক্ষিণ করেন। ধোনিও সেখানে ছিলেন। একটি র‌্যাকেট দিয়ে টেনিস বল সমর্থকদের উদ্দেশে ছুড়ে দিতে থাকেন তারা। সেই বল নিয়ে কাড়াকাড়ি পড়ে যায়। আইপিএলের এই ম্যাচে ধারাভাষ্য দিচ্ছিলেন ধোনির দীর্ঘদিনের জাতীয় দল ও চেন্নাই সতীর্থ সুরেশ রায়না। হঠাৎই সাবেক সতীর্থ তথা চেন্নাইয়ের প্রাক্তন ক্রিকেটার অভিনব মুকুন্দ প্রশ্ন করেন রায়নাকে, ‘তোমাকে একটা প্রশ্ন করতেই হচ্ছে। এটাই কি চিপকে ধোনির শেষ ম্যাচ?’ উত্তর দিতে সময় নেননি রায়না। সঙ্গে সঙ্গে বলেন, ‘একদমই নয়।’