Image description

সৌদি ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার আয়োজনে রিয়াদ অল স্টার বনাম পিএসজির ম্যাচটি যেন আরব্য রজনীর রূপকথার মত  মুগ্ধতা ছড়িয়েছে। রিয়াদের কিং ফাহাদ স্টেডিয়ামে রীতিমতো ৯ গোলের থ্রিলারে পরিণত হয়। 
দীর্ঘ দুই বছর পর অখ্যাত আরব ফুটবলের বুকে মহারণ জাগিয়ে কিং ফাহাদ স্টেডিয়ামে ৭০ হাজার দর্শকের সামনে মাঠে নামলেন সময়ের দুই সেরা তারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো।
বহু প্রতীক্ষিত মেসি-রোনালদো দ্বৈরথ যেন আলো ছড়াচ্ছিল মুহূর্তেই। তবে শেষ পর্যন্ত জয়ের হাসি হেসেছে মেসির পিএসজি। বৃহস্পতিবার দ্বিবাগত রাতে রিয়াদ অল স্টারকে ৫-৪ গোলে হারিয়েছে পিএসজি। 

খেলার তৃতীয় মিনিটে নেইমারের দারুণ এক অ্যাসিস্ট থেকে গোল করেন লিওনেল মেসি। তারপরে এমবাপ্পে গোল করলে অফসাইডে তা বাতিল হয়ে যায়।  
এরপর ৩৪ মিনিটে খেলায় ফিরে রোনালদোর রিয়াদ একাদশও। অধিনায়ক নিজেই দেন সামনে থেকে নেতৃত্ব। রোনালদোর হেড থেকে গোল বাঁচাতে গিয়ে পিএসজির গোলরক্ষক নাভাস ফাউল করেন সিআর সেভেনকে। রেফারি পেনাল্টি দেন। স্পট কিকে রোনালদো খেলায় সমতা ফেরাতে কোনো ভুল করেননি।  এরপরই রিয়াদ একাদশের লুইস গুস্তাভোকে ফাউল করে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন পিএসজির হুয়ান বার্নট। 
এরপর ম্যাচের ৪৩তম মিনিটে এমবাপ্পের পাসে পিএসজিকে আবারও এগিয়ে দেন অধিনায়ক মার্কুইনেস। এর দুই মিনিট পরে পেনাল্টি পেয়ে ব্যবধান বাড়ানোর দারুণ সুযোগ পায় পিএসজি। নেইমারের ডান দিকে নেওয়া পেনাল্টির শট ঠেকিয়ে দেন রিয়াদ একাদশের গোলরক্ষক আল ওয়াইস।
৪৫ মিনিটে এদিকে পিছিয়ে থাকা রিয়াদকে দারুণ এক গোলে দলকে আবারও ম্যাচে ফেরান অধিনায়ক রোনালদো। 
খেলার ৫৩ মিনিটে পিএসজিকে ৩-২ গোল ব্যবধানে এগিয়ে দেন সার্জিও রামোস।
তবে গোলটি জালে জড়ানো ছাড়া সবকিছুই করেছেন এমবাপ্পে। বাম পাশ দিয়ে বল নিয়ে ডি বক্সের ভেতরে ঢুকে পড়েন এই ফরাসি ফরোয়ার্ড। এরপর রামোসকে বলটি দেন জালে জড়ানোর আনুষ্ঠানিকতা সারার জন্য। এর ৩ মিনিট পরেই গোল হজম করে বসে পিএসজি। কর্ণার কিক থেকে বল হেডে জালে জড়ান রিয়াদ একাদশের জ্যাং-হিউ সুন। খেলা ৩-৩ সমতায় বেশিক্ষণ থাকতে পারেনি।
৬০তম মিনিটে এবার পিএসজিকে এগিয়ে নেন এমবাপ্পে। লিও মেসির নিশ্চিত গোল রিয়াদের ডিফেন্ডার আল বুয়ালোহির হাতে লাগলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সেখান থেকে বল জালে জড়াতে কোনো ভুল করেননি এমবাপ্পে।

৬০ মিনিটে দুই দলই নিজেদের সেরা খেলোয়াড়দের উঠিয়ে স্কোয়াডের বাকি ফুটবলারদের মাঠে নামান। রিয়াদ একাদশের রোনালদো থেকে শুরু করে পিএসজির মেসি, এমবাপ্পে, নেইমার, হাকিমি, রামোস, নাভাস সবাই উঠে যান।
ম্যাচের বাকি সময়ে পিএসজির পক্ষে হুগো একিটিকে এবং রিয়াদ একাদশের পক্ষে টালিস্কা দারুণ দর্শনীয় দুই গোল করে দর্শকদের আমোদিত করেন। অবশ্য এই ম্যাচে সব ছাপিয়ে ছিল মেসি-রোনালদোর দ্বৈরথ।
ধারণা করা হচ্ছে, এই দুই মহাতারকার হয়ত এবারই শেষ স্নায়ুক্ষয়ী লড়াই হয়েছে। এমনটা আর দেখা নাও যেতে পারে। তাও আবার এতসব তারকাকে একসঙ্গে মাঠে উপস্থিত পেয়ে। হতেও পারে, আবার অসম্ভব বলে তো কিছুই নেই।