
কুষ্টিয়ার দৌলতপুর সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য কাজল হোসেনকে (৪৫) কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। বৃহস্পতিবার (১৬ মার্চ) সকালে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
জানা গেছে, বুধবার (১৫ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিহতের বাড়ির পাশে সর্দারপাড়া মোড়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে পিঠে ও ঘাড়ে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। পরে সেখান থেকে উদ্ধার করে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বৃহস্পতিবার (১৬ মার্চ) ভোর ৫টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কাজল হোসেনের মৃত্যু হয়। পুলিশ এ ঘটনায় একজনকে আটক করেছে।
দৌলতপুর থানা ওসি মজিবুর রহমান বলেন, কিছুদিন আগে বিয়ে বাড়িতে কাজল মেম্বারের ভাতিজা ও ভাগিনা মাবুদের ছেলে ও ভাতিজাকে মারধর করে। বুধবার আবার মাবুদের ছেলে ও ভাতিজাকে মারধর করে কাজল মেম্বারের ভাতিজারা। এই ঘটনা স্থানীয়ভাবে মিমাংসা করার জন্য কাজল মেম্বার আসামিদের বাড়ির পাশে গেলে আব্দুল মাবুদ ধারালো হাঁসুয়া দিয়ে উপর্যুপরি কোপ দেয় এতে কাজল মেম্বার আহত হন। পরে সেখান থেকে উদ্ধার করে তাকে ২৫০ শয্যাবিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে কাজল মারা যান। এ ঘটনায় ৫ জনের নাম উল্লেখ করে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়। রাতেই পুলিশ একজনকে আটক করে। এখন হত্যার ধারা যুক্তসহ বাকি আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।