জনপ্রিয় কণ্ঠশিল্পী কণার সঙ্গে দ্বৈত গানে কণ্ঠ দিলেন কণ্ঠশিল্পী, সুরকার ও সংগীত পরিচালক তামিম ইসলাম। দীর্ঘ দুই বছর পর নিজের মৌলিক গান নিয়ে এলেন এই তরুণ গায়ক। গানের শিরোনাম ‘ঠোঁট পেন্সিল’। সম্পূর্ণ রোমান্টিক ধারার এই গানটি লিখেছেন তারেক আনন্দ। সুর ও সংগীত পরিচালনায় ছিলেন এমএমপি রনি।
এই গানের প্রসঙ্গে তামিম বলেন, ‘এই গানটির পরিকল্পনা বহুদিনের। মাঝখানে টুকটাক গান কভার করেছি। মৌলিক গান করিনি সে রকমভাবে। সুর-সংগীত অসাধারণ; সঙ্গে কণা আপুর মনোমুগ্ধকর কণ্ঠে গানটি পরিপূর্ণতা পেয়েছে। আশা করি, গানটি সবার কাছে ভালো লাগবে।’
গানটির ভিডিও নির্মাণ করেছেন তনয় পাল। গানটি তামিম ইসলামের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।