Image description

দেশের ক্রীড়াক্ষেত্রের নিয়ন্ত্রক সংস্থা জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) ওয়েবসাইট (nsc.gov.bd) হ্যাক হয়েছে। ‘সাইবার ফোর্স সনাতনী’ নামের হ্যাকারদের একটি গ্রুপ এর দায় স্বীকার করেছে।

আজ (মঙ্গলবার) বিকেলে ক্রীড়া পরিষদের ওয়েবসাইট ভিজিট করলে দেখা যায়, সাইটটি হ্যাক করা হয়েছে। হ্যাকাররা ওয়েবসাইটে লিখেছেন, ‘হ্যাকড বাই সাইবার ফোর্স সনাতনী’।

এছাড়াও হিন্দু এবং হিন্দু দেবদেবীদের প্রতি শ্রদ্ধা করার বার্তা দিয়েছে হ্যাকাররা। সাম্প্রদায়িক নিপীড়ন বন্ধ না হলে দেশের সব সরকারি ওয়েবসাইট হ্যাক করার হুমকি দিয়েছে তারা।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন এ পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম, এনডিসি গণমাধ্যমকে এই হ্যাকিংয়ের সত্যতা নিশ্চিত করেছেন। এনএসসির পক্ষ থেকে সমাধানের চেষ্টা চালানো হচ্ছে বলে জানিয়েছেন তিনি।