Image description

বিশ্বের শীর্ষ কম্পিউটার নির্মাতা লেনোভো মঙ্গলবার লাস ভেগাসে অনুষ্ঠিত সিইএস প্রযুক্তি প্রদর্শনীতে তাদের নিজস্ব এআই উন্মোচন করেছে। 

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ব্যবহারকারীরা এ এআই টুলটি ল্যাপটপ, স্মার্টফোন এবং অন্যান্য ডিভাইসের মধ্যে সহজেই ব্যবহার করতে পারবেন।

মার্কিন গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের শেষভাগে বৈশ্বিক পিসি বাজারে লেনোভোর দখলে ছিল ২৮ শতাংশ, যা প্রতিদ্বন্দ্বী এইচপির ২১.৫ শতাংশ এবং ডেলের ১৪.৫ শতাংশের চেয়ে বেশি।

লেনোভোর নতুন কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক এজেন্টটির নাম ‘কিরা’।

ইন্টারফেস হিসেবে তৈরি করা হলেও এটি কনটেন্ট তৈরি করার বদলে কমান্ড অনুযায়ী স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ সম্পাদনে সক্ষম। 

একক পণ্য শ্রেণিতে সীমাবদ্ধ প্রতিদ্বন্দ্বীদের তুলনায় লেনোভোই একমাত্র বড় নির্মাতা যার ল্যাপটপ, ট্যাবলেট ও স্মার্টফোন (২০১৪ সালে মোটোরোলা ব্র্যান্ডের অধীনে), পাশাপাশি সার্ভার ও এমনকি সুপারকম্পিউটারও আছে।

কম্পানিটি আরো উন্মোচন করেছে, স্মার্ট চশমা এবং এআই চালিত গলার হারের প্রোটোটাইপ, যা এখনো পরীক্ষামূলক পর্যায়ে আছে। 

কিরার মূলত পেনডেন্ট থেকে শুরু করে স্মার্টফোনে চলতে পারে এবং ল্যাপটপেও কাজ করে, যেখানে এজেন্টটি বিভিন্ন ডিভাইস জুড়ে ব্যবহারকারীর তথ্য সংরক্ষণ করে।

এটি ব্যবহারকারীরে দৈনন্দিন গুরুত্বপূর্ণ দিকগুলো সংক্ষেপে তুলে ধরতে পারে। এমনকি সংরক্ষিত ছবি থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার জন্য ছবি বাছাইও করতে পারে।