
গুগল সার্চে নিম্নমানের ও অপ্রাসঙ্গিক কনটেন্টের মান দিন দিন কমে যাওয়ার ব্যবহারকারীদের বিরক্তির অভিযোগ দীর্ঘদিনের। সেই অভিযোগ মেটাতে নতুন এক ফিচার চালু করেছে গুগল। এবার থেকে ব্যবহারকারীরা নিজেরাই ঠিক করতে পারবেন—সার্চ রেজাল্টে কোন ওয়েবসাইটের খবর বেশি দেখতে চান। গুগলের এই নতুন ফিচারের নাম ‘Preferred Sources’।
এক ব্লগপোস্টে গুগল জানিয়েছে, এই ফিচার চালুর ফলে ব্যবহারকারীরা তাদের পছন্দের ওয়েবসাইটগুলোকে প্রাধান্য দিতে পারবেন, যা সার্চ রেজাল্টের ‘Top Stories’ অংশে বেশি দেখা যাবে। যদিও বর্তমানে ‘Top Stories’ অংশে সাধারণত সাম্প্রতিক বা চলমান ঘটনাবলী নিয়ে বিভিন্ন ওয়েবসাইট থেকে নির্বাচিত প্রতিবেদন দেখায়।
নতুন এই ফিচার চালু হলে আপনার পছন্দের সংবাদ মাধ্যম বা ব্লগগুলো থেকে প্রকাশিত সাম্প্রতিক প্রতিবেদনগুলোই ‘Top Stories’ অংশে বেশি উঠে আসবে। শুধু তাই নয়, এতে ‘From your sources’ নামে একটি নতুন সেকশনও যোগ হয়েছে। যেখানে শুধুমাত্র আপনার পছন্দের সোর্স থেকে সংগ্রহ করা খবর দেখানো হবে।
গত জুন থেকে এই ফিচারটির পরীক্ষামূলক ব্যবহার শুরু হয়। বর্তমানে এটি ভারত ও যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে যেহেতু ধাপে ধাপে রোলআউট চলছে, তাই সবার অ্যাকাউন্টে ফিচারটি আসতে কিছুটা সময় লাগতে পারে।
যেভাবে গুগল সার্চে ‘Preferred Sources’ বেছে নেবেন
১. কোনো আলোচিত বিষয় সার্চ করুন। ‘Top Stories’ অংশের ডান পাশে একটি আইকন দেখতে পাবেন—সেখানে ক্লিক করুন।
২. একটি ওভারলে স্ক্রিন খুলবে। সেখানে ‘Search for sources’ টেক্সট বক্সে আপনার পছন্দের নিউজ সাইট বা প্রকাশনীর নাম লিখুন।
৩. এরপর নিচের ‘Reload results’ বোতামে ক্লিক করুন। এতে আপনার নির্বাচিত সোর্সগুলো থেকে প্রকাশিত প্রতিবেদনগুলো ‘Top Stories’ অংশে বেশি দেখাবে।
এই ফিচার চালুর পর আপনার পছন্দের সোর্সগুলোর খবর সার্চে আরও বেশি দেখা যাবে। পাশাপাশি ‘From your sources’ নামে একটি আলাদা অংশেও এই প্রতিবেদনগুলো যুক্ত থাকবে। তবে শুধু পছন্দের সোর্স নয়, অন্যান্য ওয়েবসাইটের কনটেন্টও আগের মতোই সার্চ রেজাল্টে আসবে।
গুগলের মতে, এই ফিচার যারা আগে ব্যবহার করার সুযোগ পেয়েছিলেন, তাদের অধিকাংশই চারটির বেশি সোর্স যোগ করেছেন। ইচ্ছেমতো সংখ্যক সোর্স যোগ করা যাবে। বিশেষ করে যেসব ব্যবহারকারী নিম্নমানের কনটেন্টে বিরক্ত, তাদের জন্য এই ফিচারটি বেশ কার্যকর হতে পারে।
বর্তমানে এআই সার্চ ইঞ্জিনগুলোর কারণে সংবাদমাধ্যম ও ব্লগগুলোতে ট্রাফিক ৯৬ শতাংশ পর্যন্ত কমে গেছে। ফলে এই নতুন ফিচারটি প্রকাশনাগুলোর জন্যও আশার আলো হতে পারে, কারণ এটি পাঠকদের নির্দিষ্ট উৎসের দিকে টেনে আনার সম্ভাবনা রাখে।