Image description

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে অংশগ্রহণকারী সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থীদের নিয়ে কার্জন হলে সম্প্রতি একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে উপস্থাপক ছাত্রশিবির মনোনীত জিএস প্রার্থী এস এম ফরহাদের কাছে জানতে চান— ডাকসু নির্বাচনে অংশগ্রহণকারী মেয়েদের বিভিন্ন বট আইডি থেকে সাইবার বুলিং করা হচ্ছে এবং সেই বট আইডির অভিযোগ আপনাদের দিকে, এটা সত্যা কিনা?  

জবাবে এস এম ফরহাদ বলেন, ‘আমি প্রায় ৫০টির মতো আইডি পাইছি। আইডির ভেতরে ঢুকি আবিদ ভাইকে প্রমোট করা হচ্ছে। কিন্তু প্রোফাইলে শিবিরের লোগো দেওয়া হইছে। যাতে শিবিরের আইডি মনে হয়।’ 

তিনি বলেন, ‘আমার কাছে ছাত্রদলের ব্যাপারে হাজারের বেশি কেস আছে। হয় এটি চাঁদাবাজি, হয় খুনোখুনির, হয় ধর্ষণ, হয় মারামারি, হয় বোমাবাজি, হয় ককটেল বিস্ফোরণে, হয় কমিটি না মানা। এসব কেস কিন্তু শিবিরের ব্যাপারে পাবেন না। এখন এগুলো থামাবে কীভাবে, বলা হলো তোমরা এক হাজার আইডি খোল, সবাই শিবিরের লোগো ইউজ কর, আমরা ছাত্রদলের পক্ষে টাকা দিলাম বা আওয়ামী লীগের পক্ষে টাকা দিলাম। এরকম বিভিন্ন সংগঠন মিলে শিবিরের বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়াচ্ছে।’ 

তিনি আরও বলেন, ‘আমি কী বুঝি না, এসব কাজ করলে যে আমার সংগঠনের ক্ষতি হবে। আমার সংগঠনের কর্মীরা কি জানে না যে এই কাজ করলে ক্ষতি হবে। তাহলে তারা এটা কেন করবে। এটা তো একদম সিম্পল জিনিস।’