Image description

সাত বছর আগে ঢাকার কেরানীগঞ্জে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪ এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান সোমবার এ রায় দেন।

আসামি মো. রুবেলকে আমৃত্যু সাজার পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

আসামির স্থাবর-অস্থাবর সম্পদ বিক্রি করে ভিকটিমকে অর্থদণ্ডের টাকা পরিশোধ করতে ঢাকার জেলা ম্যাজিস্ট্রেটকে করতে নির্দেশ দেওয়া হয়েছে।

এ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. এরশাদ আলম (জর্জ) বলেন, “আসামির আমৃত্যু কারাদণ্ড হওয়ায় আমরা রাষ্ট্রপক্ষ থেকে সন্তুষ্ট। আশা করি, এই রায় সমাজে দৃষ্টান্ত সৃষ্টি করবে।”

 

মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ১৮ অক্টোবর ঢাকার কেরানীগঞ্জ এলাকার ভাড়া বাসায় মেয়েকে নিয়ে ঘুমাচ্ছিলেন রুবেল। রাত সাড়ে ৩টার দিকে মেয়েকে ঘুম থেকে তুলে ধর্ষণ করেন তিনি। তাতে অন্তঃসত্ত্বা হয়ে পড়ে মেয়েটি।

এ ঘটনায় ২০২৮ সালের ২১ অক্টোবর মেয়েটির নানী কেরানীগঞ্জ মডেল থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০১৯ সালে ৩১ জানুয়ারি রুবেলের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন কেরানীগঞ্জ মডেল থানার এসআই এস এম মেহেদী হাসান।

এরপর অভিযোগ গঠনের মধ্য দিয়ে তার বিচার শুরু হয়। মামলার বিচার চলাকালে ৯ জনের সাক্ষ্য শুনে সোমবার রায় দিল আদালত।