
বাংলাদেশের শতাধিক ওয়েবসাইটে বড় ধরনের সাইবার হামলার ঘটনা ঘটেছে। আক্রান্ত ওয়েবসাইটগুলোর মধ্যে বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এবং ঢাকা ওয়াসা রয়েছে। ‘ট্রোজান ১৩৩৭’ ও ‘দ্য রেড ঈগল’ নামের দুটি হ্যাকার গ্রুপ এ হামলার নেতৃত্ব দেওয়ার দাবি করেছে। এছাড়া তাদের সঙ্গে একাধিক আন্তর্জাতিক হ্যাকার সংগঠনও জড়িত ছিল বলে জানা গেছে।
বিশ্লেষকেরা বলছেন, হ্যাকার গ্রুপগুলো বেশ কয়েকদিন ধরে এই সাইবার হামলার হুমকি দিচ্ছিল। তবে হামলা ঠেকাতে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। এর আগেও ভারতীয় হ্যাকার গ্রুপগুলো আগাম ঘোষণা দিয়ে ২০২৩ সালের ১৫ আগস্ট বাংলাদেশে সাইবার হামলা চালিয়েছিল।
শুক্রবার (১৫ আগস্ট) দুপুর থেকে পরিকল্পিতভাবে এসব হামলা শুরু হয় এবং বিভিন্ন টেলিগ্রাম গ্রুপে আগেই আক্রমণের ঘোষণা দেওয়া হয়েছিল। টেলিগ্রামে হ্যাকাররা দাবি করেছে, তারা প্রায় ১০০টি ওয়েবসাইটে সফল হামলা চালিয়েছে এবং কয়েকটি প্রতিষ্ঠানের ওয়েবসাইটের ঠিকানাও প্রকাশ করেছে।
জানা গেছে, আক্রান্ত কিছু ওয়েবসাইট বর্তমানে ‘অকার্যকর’ অবস্থায় রয়েছে, আবার কিছু ওয়েবসাইটে হ্যাকারদের বার্তা ভেসে উঠছে। রাজধানীর রূপনগর সরকারি মাধ্যমিক বিদ্যালয় এবং দারুস সালাম সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ওয়েবসাইটে ‘ট্রোজান ১৩৩৭’ গোষ্ঠী নিজেদের ভারতীয় হ্যাকার পরিচয় দিয়ে জানায়, ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে এই হামলা চালানো হয়েছে।
এ ছাড়া ‘দ্য রেড ঈগল’ গোষ্ঠী প্রায় এক হাজার বাংলাদেশি শিক্ষার্থীর ব্যক্তিগত তথ্য সংগ্রহের দাবি করেছে এবং প্রমাণ হিসেবে কিছু তথ্যের স্ক্রিনশট প্রকাশ করেছে। তারা জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে হামলারও দাবি করেছে। ঢাকা ওয়াসার ওয়েবসাইটে হামলা করে তার তথ্য উপাত্ত নিয়ে দেড় মিনিটের একটি ভিডিও অপর একটি হ্যাকার গ্রুপের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত সরকারি কোনো সংস্থার আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।