
রাশিয়ার রিয়াজান অঞ্চলে একটি কারখানায় বিস্ফোরণে ১১ জন নিহত এবং ১৩০ জন আহত হয়েছেন। শুক্রবার (১৫ আগস্ট) এ ঘটনা ঘটে। রাশিয়ার জরুরি মন্ত্রণালয় শনিবার হতাহতের তথ্য নিশ্চিত করেছে। খবর রয়টার্সের।
টেলিগ্রামে এক বিবৃতিতে মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো থেকে ৩২০ কিলোমিটার (১৯৮ মাইল) দক্ষিণ-পূর্বে বিস্ফোরণস্থলে উদ্ধারকারীরা ধ্বংসস্তূপের মধ্যে অনুসন্ধান চালিয়ে যাচ্ছে।
রিয়াজান অঞ্চলের গভর্নর পাভেল মালকভ শুক্রবার বলেছেন, কারখানার একটি কর্মশালার ভেতরে আগুন লাগার কারণে এই ঘটনা ঘটেছে।
আগুন লাগার কোনো কারণ জানানো হয়নি, কারখানাটিতে কী তৈরি করা হতো তা-ও স্পষ্ট নয়। এর আগে বিভিন্ন সময় ইউক্রেনীয় ড্রোন রিয়াজান অঞ্চলে সামরিক ও অর্থনৈতিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে।
কিছু রাশিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, মজুত করা বারুদে আগুন ধরে যাওয়ার কারণে বিস্ফোরণটি ঘটেছে। তবে তারাও নির্ভরযোগ্য সূত্র ব্যবহার করেনি।
এদিকে ইউক্রেনের ভূখণ্ড লক্ষ্য করে ৮৫টি আক্রমণাত্মক ড্রোন এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে রাশিয়া। গত রাতে এসব হামলা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের বিমানবাহিনী।
শনিবার (১৬ আগস্ট) টেলিগ্রাম মেসেজিং অ্যাপে বিমানবাহিনী জানিয়েছে, সুমি, ডোনেটস্ক, চেরনিহিভ এবং ডিনিপ্রোপেট্রোভস্ক অঞ্চলের সম্মুখভাগের অঞ্চলগুলোকে রাতের হামলায় লক্ষ্যবস্তু করা হয়েছিল। তারা জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ইউনিটগুলো ৬১টি ড্রোন ধ্বংস করেছে।