Image description

ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স (সাবেক টুইটার), লিংকডইন সোশ্যাল মিডিয়ায় অনেকেই আজকাল বেশ সরব। এত প্ল্যাটফর্মে একাধিক অ্যাকাউন্ট সামলাতে গিয়ে অনেকেই একই পাসওয়ার্ড বারবার ব্যবহার করেন। কিন্তু জানেন কি, একবার সেই পাসওয়ার্ডটি হ্যাক হলে ঝুঁকিতে পড়তে পারে সবক’টি অ্যাকাউন্ট!

 

পাসওয়ার্ড সুরক্ষা নিয়ে ভাবছেন? হ্যাকারদের ফাঁদে পা দিয়েছেন কি না, তা জানিয়ে দেবে নিচের চারটি টুল।

১. হ্যাভ আই বিন পনড

এই জনপ্রিয় ওয়েবসাইটে গিয়ে শুধু আপনার ই-মেইল আইডি দিলেই জানা যাবে, আপনার কোনো অ্যাকাউন্টের তথ্য আগেই হ্যাক হয়েছে কি না। পাসওয়ার্ড ব্যবহার না করেও জানতে পারবেন, আপনার ব্যবহৃত বা পুরোনো পাসওয়ার্ডের কোনটি ইতোমধ্যে ফাঁস হয়ে গেছে।

২. গুগল ক্রোম পাসওয়ার্ড ম্যানেজার

আপনার গুগল অ্যাকাউন্টে সেভ থাকা পাসওয়ার্ড কতটা সুরক্ষিত- তা জানিয়ে দেবে গুগলের এই টুল। দুর্বল পাসওয়ার্ড, পুনঃব্যবহার করা পাসওয়ার্ড এমনকি সন্দেহজনক লেনদেন- সবকিছুর ওপর নজর রাখে এটি। কোনো বিপদ দেখলেই সঙ্গে সঙ্গে সতর্কবার্তা পাঠায়।

৩. মাইক্রোসফট এজ পাসওয়ার্ড মনিটর

উইন্ডোজ ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক টুল এটি। মাইক্রোসফট এজ ব্রাউজারে আপনার সেভ করে রাখা পাসওয়ার্ড যদি কোনোভাবে হ্যাকারদের হাতে চলে যায়, তাহলে আপনাকে সতর্ক করবে এই ফিচার। ব্যবহারের জন্য মাইক্রোসফট এজ ব্রাউজার আপডেটেড থাকা জরুরি।

৪. গুগলের ডার্ক ওয়েব মনিটরিং

আপনার তথ্য ডার্ক ওয়েবে চলে গেছে কি না, তা জানার জন্য গুগলের ‘ডার্ক ওয়েব মনিটরিং’ টুল সবচেয়ে কার্যকর। ই-মেইল, পাসওয়ার্ড বা ফোন নম্বর যদি কোনো ফাঁস হওয়া ডেটাবেইসে পাওয়া যায়, তবে গুগল সরাসরি আপনাকে সতর্ক করবে। গুগল ওয়ান সাবস্ক্রিপশন ব্যবহারকারীদের জন্য ফিচারটি পূর্ণাঙ্গভাবে কাজ করে।

সতর্ক থাকুন, সুরক্ষিত থাকুন

একবার হ্যাকারদের কবলে পড়লে কেবল সোশ্যাল মিডিয়া নয়- ব্যক্তিগত, এমনকি আর্থিক তথ্যও হুমকির মুখে পড়ে। তাই এখনই সময় নিজের পাসওয়ার্ডগুলো খতিয়ে দেখার। উপরের টুলগুলো ব্যবহার করে জেনে নিন, আপনি নিরাপদে আছেন কি না।