টক শো রিভিউ
'বিএনপি কর্মীরা মাঠে নামেনি- স্বীকার করছি'
23 September 2014, Tuesday
'বিএনপি দীর্ঘদিন পর একটি হরতাল দিলেও নেতা-কর্মীরা মাঠে নামেনি। বিএনপির একজন নেতা হিসেবে এটা আমি স্বীকার করছি। তবে এতে প্রমাণিত হয় না যে বিএনপি দুর্বল। দুই দিন আগে থেকেই হরতাল চলে আসছিল অন্য একটি দলের। শেষ দিকে বিএনপি হরতাল দেওয়ায় তার তীব্রতা কমে গিয়েছিল।' বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম সোমবার রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির সমসাময়িক বিষয় নিয়ে পর্যালোচনাভিত্তিক টক শো 'সোজা কথা'য় আলোচনা করতে গিয়ে এ কথা বলেন। যোবায়ের আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে আরো আলোচনা করেন প্রথম আলোর যুগ্ম সম্পাদক সোহরাব হাসান ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা ও বর্তমানে আওয়ামী লীগের কেন্দ্রীয় সহসম্পাদক বাহাদুর বেপারী।
আলোচনার শুরুতে সঞ্চালক বলেন, বর্তমান রাজনীতিতে বিরোধী দল সেভাবে সরকারের বিরোধিতা করতে পারছে না। জাতীয় পার্টি একই সঙ্গে সরকার ও বিরোধী দলে আছে। বিএনপি এখন সরকারের সঙ্গে সংলাপের চেষ্টা করছে। তারা একটি হরতালও দিয়েছে। কিন্তু সাধারণ মানুষ তাতে সাড়া দেয়নি। কিভাবে বিশ্লেষণ করবেন?
জবাবে সোহরাব হাসান বলেন, 'বিএনপি যে উদ্দেশ্যে কর্মসূচি দিয়েছে, তাতে জনগণের কোনো স্বার্থ নেই, তাই হরতালে তারা সাড়া দেয়নি। বিএনপিকে জনগণের ইস্যু নিয়ে আন্দোলন করতে হবে। বিএনপি অতীতে যেসব কর্মসূচি পালন করেছে, তাতেও জনগণের তেমন একটা সমর্থন ছিল না। এ জন্য বিএনপির কর্মসূচিগুলো সফল হয়নি।' সোহরাব হাসান আরো বলেন, 'যেদিন আদালতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মামলার তারিখ ছিল, সেদিন হরতাল ডাকায় জনমনে সন্দেহ সৃষ্টি হয়েছে। জনগণ মনে করছে, এটা বিএনপির উদ্দেশ্যমূলক হরতাল। কারণ বিএনপি যদি সত্যিকারে বিচার বিভাগের স্বাধীনতা চায়, তবে যেদিন খালেদা জিয়ার মামলার তারিখ সেদিন কেন হরতাল দেবে? হরতাল দিয়েছে বিএনপি; কিন্তু মাঠে ছিল আওয়ামী লীগ।'
এ প্রসঙ্গে ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম বলেন, 'হরতাল হলো গণসম্পৃক্ততার একটি কর্মসূচি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে ও আগে বিভিন্ন সময় যেসব রাজনৈতিক কর্মসূচি পালিত হয়েছে, সেসব আন্দোলনে সাধারণ মানুষ যোগ দেয়নি বা আন্দোলনে নামেনি।' বিএনপির হরতাল সম্পর্কে তিনি বলেন, 'হরতালে বিএনপির নেতা-কর্মীরা মাঠে নামেনি, এটি ঠিক। তার পরও রাজধানীতে ৬০ শতাংশ গাড়ি রাস্তায় বের হয়নি।'
আলোচনার এ পর্যায়ে সঞ্চালক জানতে চান, প্রধানমন্ত্রী জাতিসংঘের অধিবেশনে যোগ দেওয়ার জন্য নিউ ইয়র্ক গেছেন। বাংলাদেশ ইতিমধ্যেই জাতিসংঘের একটি কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে। কিন্তু এ সরকারের অনেক সফলতা থাকলেও বিএনপি তা স্বীকার করতে চায় না। তারা এ সরকারকে অবৈধ বলে বেড়াচ্ছে!
জবাবে বাহাদুর বেপারী বলেন, 'বিএনপি যাদের নিয়ে রাজনীতি করছে, তারা বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধের বিরোধিতা করেছে। বাংলাদেশের মানুষ এখন এ সরকারের উন্নয়নে অভিভূত। তারা বিএনপির ধ্বংসাত্মক রাজনীতি দেখতে চায় না। এ জন্য বিএনপি যতবারই কর্মসূচি দিয়েছে, জনগণ তা প্রত্যাখ্যান করেছে। আগামীতেও বিএনপির কোনো কর্মসূচিতে জনগণের সমর্থন থাকবে না। কারণ তারা যুদ্ধাপরাধীদের এ দেশের রাজনীতিতে দেখতে চায় না। বিএনপিকে এ দেশে রাজনীতি করতে হলে যুদ্ধাপরাধীদের সঙ্গ ছাড়তে হবে।'
পাঠক মন্তব্য
সকল মন্তব্য দেখার জন্য ক্লিক করুন