Image description
 

গত কিছুদিন ধরেই নেতিবাচক সংবাদের শিরোনাম হতে হচ্ছে এনামুল হক বিজয়কে। ফিক্সিং সন্দেহের পর খবর রটে, এনামুলকে দেশ ত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। পরে যদিও বিষয়টি সত্য নয় বলে এক বিবৃতিতে নিশ্চিত করেছে বিসিবি। তবে এই সময়টা যে একজন ক্রিকেটার ও তার পরিবারের জন্য কতটা অস্বস্তির সেটাই এবার জানালেন বিজয়। সেই সঙ্গে জানালেন তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানোদের বিরুদ্ধে আইনি লড়াইয়ে নামতে যাচ্ছেন তিনি।সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজ থেকে একটি ভিডিও দিয়েছেন বিজয়। যেখানে নিজের অবস্থান পরিষ্কার করেছেন বিপিএলে রাজশাহীর এই অধিনায়ক। সেই সঙ্গে কি পরিস্থিতির মধ্যে দিতে যেতে হচ্ছে তাকে সেটাও জানিয়েছেন বিজয়।জাতীয় দলের এই ওপেনার বলেন, ‘গত চার-পাঁচ দিনে আমার পরিবার এবং ওপর দিয়ে যা যাচ্ছে, সেটা আসলে কারওরই জানা নাই। শুধু জানা আছে আমার। আসলে বিস্তারিত অনেক কিছুই বলতে চাই। কিন্তু ওরকম পরিস্থিতিতে ছিলাম না, তাই কিছু বলা হয়নি। যখন দেখলাম বিসিবি, আমাদের অভিভাবক, তারা একটা সুন্দর বার্তা দিয়েছে সংবাদমাধ্যমে। যেটার পরেই আসলে কথা বলার একটা সুযোগ হয়েছে। আমি মনে করি সেটা কথা বলার পারফেক্ট সময়।’

 

বিপিএলে তার বিরুদ্ধে উঠা ফিক্সিংয়ের অভিযোগ ও দেশ ত্যাগে নিষেধাজ্ঞার খবরগুলোকে ‘মাশালা’ মিশ্রিত বলে মন্তব্য করেছেন বিজয়।  সেই সঙ্গে এ ধরনের তথ্য ছড়ানোদের বিরুদ্ধে আইনি ব্যবস্থাও নিতে যাচ্ছেন তিনি। জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যেই উকিল নোটিশ পৌঁছে যাবে তাদের কাছে।বিজয় বলেন, ‘আজকে আমার ওপর দিয়ে যে জিনিসটা যাচ্ছে, ভবিষ্যতে এই জিনিসটা যেতে পারে অন্য কোনো খেলোয়াড়ের কাছে। এর আগেও এ রকম দেখেছি অনেক খেলোয়াড়ের যেকোনো নিউজ তার কথা না শুনে, যেকোনো একটা তথ্য পেয়ে সেটাকে নিউজ করে দেওয়া। জানি না আপনারা কী মজা পান। কিন্তু একবার ভেবে দেখবেন তার পরিবারের ওপর দিয়ে কী যায় বা তার মানসিক অবস্থাটা কী থাকে।’তিনি আরও যোগ করেন, ‘এটা খুবই অন্যায় একজন খেলোয়াড়ের ওপর, একজন মানুষের ওপর ব্যক্তিগত আক্রোশ দিয়ে আপনারা প্রোমোট করেছেন; যেটা আসলে একদমই কাম্য ছিল না। যারাই নিউজগুলো করছেন তারা আসলেই ক্রিকেটের ভালো চান না, দেশের ক্রিকেটে ভালো চায় না এবং বাংলাদেশের ভালো চায় না।’