নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে অপ্রতিরোধ্য গতিতে এগোচ্ছে বাংলাদেশ নারী দল। কাঠমান্ডুতে অনুষ্ঠিত সুপার সিক্স পর্বের ম্যাচে থাইল্যান্ডকে ৩৯ রানে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নিয়েছে নিগার সুলতানার দল। জুয়াইরিয়া ও সোবহানার জোড়া ফিফটির পর মারুফা-স্বর্ণাদের দারুণ বোলিংয়ে এক দাপুটে জয় নিশ্চিত করে টাইগ্রেসরা।
টস হেরে আগে ব্যাটিং করতে নেমে শুরুতেই চরম বিপাকে পড়ে বাংলাদেশ। ইনিংসের প্রথম বলে দিলারা আক্তার ও দ্বিতীয় ওভারে শারমিন আক্তার সুপ্তা বিদায় নিলে মাত্র ১২ রানেই ২ উইকেট হারায় দল। তবে সেই প্রাথমিক ধাক্কা সামলে তৃতীয় উইকেটে প্রতিরোধ গড়েন জুয়াইরিয়া ফেরদৌস ও সোবহানা মোস্তারি।
উইকেটরক্ষক ব্যাটার জুয়াইরিয়া ৪৫ বলে ৫৬ রানের দায়িত্বশীল ইনিংস খেলেন। অন্যদিকে সোবহানা ছিলেন আরও বিধ্বংসী, ৪২ বলে ৫৯ রানের ঝোড়ো ইনিংস খেলেন তিনি। এই দুই ব্যাটারের গড়া ১১২ রানের জুটিতে বড় সংগ্রহের ভিত পায় বাংলাদেশ। শেষ দিকে রিতু মনির ৬ বলে ১৫ রানের ক্যামিওতে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৫ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় লাল-সবুজের প্রতিনিধিরা। থাইল্যান্ডের পক্ষে থিপাচা পুত্থাওং ২২ রানে ৩ উইকেট নেন।
১৬৬ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে থাইল্যান্ডের শুরুটাও ছিল হতাশাজনক। ইনিংসের প্রথম বলেই মারুফা আক্তারের বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন ওপেনার সুয়ানান খিয়াওতো। দ্বিতীয় উইকেটে নাত্থাকান চান্থাম (৪৬) ও নান্নাপাত কনচারোয়েনকাই ৬৭ রানের জুটি গড়ে লড়াইয়ের ইঙ্গিত দিলেও রানরেটের চাপের কাছে নতি স্বীকার করে তারা।
মাঝের ওভারগুলোতে স্বর্ণা আক্তার ও রিতু মনি থাইল্যান্ডের ব্যাটিং লাইনআপে ধস নামান। স্বর্ণা ২১ রানে ও রিতু মনি ২০ রানে নেন ২ টি করে উইকেট। পেসার মারুফা আক্তার শুরু ও শেষে কার্যকরী বোলিং করে ২৫ রানে ৩ উইকেট শিকার করেন। শেষ পর্যন্ত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১২৬ রানেই থামে থাইল্যান্ডের ইনিংস। ৩৯ রানের বড় জয়ের মাধ্যমে সুপার সিক্সে হ্যাটট্রিক জয়ের স্বাদ পেল বাংলাদেশ।