রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব বলেছেন, ভারত থেকে খেলা সরিয়ে নেওয়ার দাবি অত্যন্ত যৌক্তিক। আত্মসম্মান এবং নিরাপত্তাবোধ থাকলে, সবাই এটাই চাইবে। বাংলাদেশ একদম ঠিক কাজটা করেছে।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকালে দিকে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি লেখেন, মুস্তাফিজ আইপিএল-এ খেলতে গিয়েছিল। মুস্তাফিজ সেখানে থাকতে পারে নি। জাতীয় দলের একজন খেলোয়াড় তার প্রাপ্য সুরক্ষা পায় নি। এটা প্রমাণিত। এটা বাস্তবতা। এই ব্যপারে ভারত কী করেছে?
তিনি আরও লেখেন, এই প্রেক্ষাপটে ভারত থেকে খেলা সরিয়ে নেওয়ার দাবি অত্যন্ত যৌক্তিক। আত্মসম্মান এবং নিরাপত্তাবোধ থাকলে, সবাই এটাই চাইবে। বাংলাদেশ একদম ঠিক কাজটা করেছে। এই ইস্যু অবশ্য দালাল চেনার একটা সুযোগ নতুনভাবে করে দিয়েছে। এটাও একটা পাওয়া।