নির্বাচনি প্রচারণা শুরুর প্রথম দিনে জেন-জিদের সঙ্গে ফুটবল ও ক্রিকেট খেলে নির্বাচনি প্রচার শুরু করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে পেকুয়া শহীদ জিয়াউর রহমান উপকূলীয় কলেজ মাঠে খেলায় অংশ নেন তিনি।
জানা যায়, কলেজ মাঠে পেকুয়া একাডেমি নামে একটি ক্লাবের প্র্যাকটিস সেশন চলছিল। ওই সময় সালাহউদ্দিন আহমদ নির্বাচনি প্রচারণায় বের হন। স্থানীয় যুবকদের খেলতে দেখে তাদের সঙ্গে ক্রিকেট ও ফুটবল খেলতে নেমে পড়েন তিনি। এ সম্পর্কিত কয়েকটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে সালাহউদ্দিনকে ব্যাটিং করতে দেখা যায়। অন্য একটি ভিডিওতে দেখা যায়, তিনি ফুটবল নিয়ে গোল করছেন। এ সময় তার কর্মী-সমর্থক ও খেলোয়াড়দের উৎফুল্ল দেখা যায়।
পরে চকরিয়া উপজেলার কোনাখালী ইউনিয়নের লতাবনিয়া, মৌলভীপাড়া, সিকদারপাড়া থেকে গণসংযোগ শুরু করেন সালাহউদ্দিন।
কক্সবাজার-১ আসনে সালাহউদ্দিনের প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী আব্দুল্লাহ আল ফারুক (দাঁড়িপাল্লা) এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মো. ছরওয়ার আলম কুতুবী পেয়েছেন (হাতপাখা) প্রতীক।