ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে অনুষ্ঠেয় আসন্ন আইসিসি টি–টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণের বিষয়টি পুনর্বিবেচনা করছে পাকিস্তান। নিরাপত্তা ইস্যুতে বিশ্বকাপের জন্য ভারত সফরে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। এই প্রেক্ষাপটে বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়ে পাকিস্তানও কঠোর অবস্থান নিতে পারে বলে জানিয়েছে দেশটির একাধিক সরকারি সূত্র।
পাকিস্তানি সংবাদমাধ্যম জিও সুপার–এর প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগের বিষয়ে সমর্থন চেয়ে বাংলাদেশ সরকার পাকিস্তানের সঙ্গে যোগাযোগ করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, যদি বাংলাদেশের উদ্বেগ যথাযথভাবে সমাধান না হয় এবং তারা শেষ পর্যন্ত বিশ্বকাপে অংশ না নেয়, সেক্ষেত্রে পাকিস্তানও টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর মতো সিদ্ধান্ত নিতে পারে।
প্রতিবেদনে আরও বলা হয়, পাকিস্তান সরকার ও ক্রিকেট বোর্ড মনে করে, কোনো দেশকে চাপ বা হুমকির মুখে ফেলে খেলতে বাধ্য করা উচিত নয়। নিরাপত্তা ইস্যুতে বাংলাদেশের অবস্থানকে তারা যৌক্তিক হিসেবে দেখছে এবং প্রতিবেশী দেশগুলোর পাশে থাকার নীতিগত অবস্থান স্পষ্ট করেছে পাকিস্তান।
সূত্রগুলো জানিয়েছে, বাংলাদেশের নিরাপত্তা-সংক্রান্ত উদ্বেগ যদি সন্তোষজনকভাবে সমাধান করা না হয়, তাহলে তা শুধু অংশগ্রহণকারী দল নয়, পুরো টুর্নামেন্টের প্রস্তুতি ও ভাবমূর্তিতেই নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১১ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে নিরাপত্তাজনিত কারণে ভারতে সফরে অনিচ্ছার কথা জানানোর পরই বাংলাদেশের ম্যাচ আয়োজনের আগ্রহ প্রকাশ করে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি সূত্র নিশ্চিত করেছে, যদি শ্রীলঙ্কায় ভেন্যু পাওয়া সম্ভব না হয়, তাহলে বাংলাদেশের ম্যাচ আয়োজনের জন্য পাকিস্তান প্রস্তুত।
পিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তানের সব প্রস্তাবিত ভেন্যু বিশ্বকাপের ম্যাচ আয়োজনের জন্য পুরোপুরি প্রস্তুত। পাশাপাশি তারা চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫ ও আইসিসি উইমেনস কোয়ালিফায়ারসহ একাধিক বড় আইসিসি ইভেন্ট সফলভাবে আয়োজনের অভিজ্ঞতার কথা তুলে ধরেছে।
এই জটিলতার মধ্যেই ক্রিকেট আয়ারল্যান্ড তাদের অবস্থান স্পষ্ট করেছে। তারা জানিয়ে দিয়েছে, গ্রুপ পরিবর্তনের কোনো প্রস্তাবে তারা রাজি নয়। ক্রিকেট আয়ারল্যান্ডের এক কর্মকর্তা বলেন, আমরা আশ্বাস পেয়েছি যে মূল সূচিতে কোনো পরিবর্তন আসছে না। আমরা শ্রীলঙ্কাতেই গ্রুপ পর্বের ম্যাচ খেলবো।
মূলত গ্রুপপর্বের ম্যাচ যেন ভারতে খেলতে না হয় এই উদ্দেশ্যেই বিসিবি গ্রুপ পরিবর্তনের প্রস্তাব দিয়েছিল। কিন্তু আয়ারল্যান্ডের অনড় অবস্থানে সেই পথও কার্যত বন্ধ হয়ে গেছে।
বাংলাদেশের নিরাপত্তা উদ্বেগ, পাকিস্তানের সম্ভাব্য কঠোর অবস্থান এবং আয়ারল্যান্ডের অনড় সিদ্ধান্ত সব মিলিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নতুন করে অনিশ্চয়তার মুখে পড়েছে। এখন দেখার বিষয়, আইসিসি এই জটিল পরিস্থিতিতে কী ধরনের সমাধানসূত্র বের করে এবং বিশ্বকাপের চূড়ান্ত সূচি ও ভেন্যুতে কোনো পরিবর্তন আসে কি না।