Image description

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে সেঞ্চুরির নতুন ইতিহাস গড়েছেন আফগানিস্তানের তরুণ তারকা হাসান ইসাখিল। মাত্র ১৯ বছর ১৭৪ দিন বয়সে তিন অঙ্কের ম্যাজিক ফিগার স্পর্শ করে এই তালিকার শীর্ষে উঠেছেন তিনি।

গ্রুপ পর্বের শেষ দিকে এসে নোয়াখালী এক্সপ্রেসের জার্সিতে নিজের নাম ইতিহাসের পাতায় লেখান মোহাম্মদ নবিপুত্র ইসাখিল। এদিন ইনিংসের শুরুতে ধীরগতিতে খেললেও হাফ-সেঞ্চুরির পর রীতিমতো বিধ্বংসী হয়ে ওঠেন ও ৭০ বলে পূর্ণ করেন সেঞ্চুরি।

এই কীর্তির মাধ্যমে বিপিএলের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে আগের রেকর্ড ভেঙেছেন ইসাখিল। এতদিন এই তালিকার শীর্ষে ছিলেন পাকিস্তানের ওপেনার আহমেদ শেহজাদ, ২০ বছর ৯৭ দিন বয়সে বিপিএলে সেঞ্চুরি করেছিলেন তিনি।

এই তালিকায় তৃতীয়স্থানে রয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, ২১ বছর ১৩৯ দিন বয়সে শতক করেছিলেন তিনি। তালিকার চতুর্থ ও পঞ্চম স্থানে আছেন বাংলাদেশের আরও দুই তরুণ ব্যাটার তাওহীদ হৃদয় (২৩ বছর ৬৭ দিন) এবং তানজিদ হাসান তামিম (২৩ বছর ৮১ দিন)।

বিপিএলে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি করা ক্রিকেটাররা হলেন: 

১৯ বছর ১৭৪ দিন: হাসান ইসাখিল
২০ বছর ৯৭ দিন: আহমেদ শেহজাদ
২১ বছর ১৩৯ দিন: নাজমুল হোসেন শান্ত
২৩ বছর ৬৭ দিন: তাওহীদ হৃদয়
২৩ বছর ৮১ দিন: তানজিদ হাসান তামিম