Image description

বিপিএলকে ঘিরে চলমান অচলাবস্থায় উত্তাল হয়ে উঠেছে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্য ও তার পদত্যাগের দাবিকে কেন্দ্র করে ক্রিকেটারদের বয়কট কর্মসূচির প্রভাব এবার গ্যালারিতেও ছড়িয়ে পড়েছে। নির্ধারিত সময় পার হয়ে গেলেও ম্যাচ শুরু না হওয়ায় ‘ভুয়া ভুয়া’ স্লোগানে ফেটে পড়েন দর্শকেরা।

সিলেট পর্ব শেষে আজ (১৫ জানুয়ারি) থেকেই ঢাকায় শুরু হওয়ার কথা ছিল বিপিএলের ঢাকা পর্ব। সূচি অনুযায়ী, দুপুর ১টায় চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামার কথা ছিল নোয়াখালী এক্সপ্রেসের। কিন্তু এম নাজমুল ইসলামের পদত্যাগের ঘোষণা না আসায় ক্রিকেটারদের সংগঠন কোয়াব ম্যাচ বয়কটের সিদ্ধান্তে অনড় থাকে। ফলে দুই দলের কোনো ক্রিকেটারই নির্ধারিত সময়ে মাঠে নামেননি।

এ ঘটনায় গ্যালারিতে উপস্থিত দর্শকেরা দীর্ঘ সময় অপেক্ষার পর ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন। এক পর্যায়ে স্টেডিয়ামজুড়ে ‘ভুয়া ভুয়া’ স্লোগান ওঠে।

এদিকে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে স্টেডিয়াম এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে কোয়াব স্পষ্ট করে জানায়, দাবি পূরণ না হলে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বর্জন করা হবে। রাতভর বৈঠক ও ম্যাচের আগে দফায় দফায় আলোচনা হলেও ক্রিকেটারদের অবস্থান বদলাতে পারেনি বিসিবি। 

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু পরিস্থিতিকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করে জানান, বিসিবি আজকের দুটি ম্যাচই আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করছে, তবে প্রথম ম্যাচ সময়মতো শুরু হওয়ার সম্ভাবনা কম।

এদিকে পদত্যাগের ঘোষণা না আসায় ম্যাচের সময়েই ঢাকার হোটেল শেরাটনে সংবাদ সম্মেলনের ডাক দেয় কোয়াব। ৬ দলের ক্রিকেটারদের সেখানে এক হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সংবাদ সম্মেলন শুরু হয়নি।