Image description

বিপিএলে চলছে নজিরবিহীন অচলাবস্থা। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত ও কড়া মন্তব্যের প্রতিবাদে তার পদত্যাগের দাবিতে ক্রিকেটারদের সংগঠন কোয়াব ম্যাচ বয়কটের ডাক দিয়েছে। দফায় দফায় আলোচনা করেও ক্রিকেটারদের সিদ্ধান্ত বদলাতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এরই মধ্যে গ্যালারিতে দর্শক, মাঠে ফাঁকা উইকেট আর হোটেলে অবস্থান করছেন ক্রিকেটাররা; এই অস্বাভাবিক দৃশ্যই এখন বিপিএলের বাস্তবতা।

সিলেট পর্ব শেষে আজ (১৫ জানুয়ারি) থেকে ঢাকায় শুরু হওয়ার কথা ছিল বিপিএলের খেলা। সূচি অনুযায়ী দুপুর ১টায় চট্টগ্রাম রয়্যালসের বিপক্ষে মাঠে নামার কথা ছিল নোয়াখালী এক্সপ্রেসের। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও দুই দলের কোনো ক্রিকেটার মাঠে নামেননি। দর্শকেরা গ্যালারিতে অপেক্ষা করলেও খেলোয়াড়রা ছিলেন হোটেলেই।

এমন পরিস্থিতিতে শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে উইকেটের পাশে একা দাঁড়িয়ে থাকতে দেখা যায় বিসিবি সভাপতি বুলবুলকে। মাঠে কোনো খেলোয়াড় না থাকলেও পরিস্থিতি পর্যবেক্ষণ করতে মাঠে উপস্থিত ছিলেন তিনি।

এর আগে কোয়াব স্পষ্ট করে জানিয়ে দেয়, এম নাজমুল ইসলামের পদত্যাগ না হলে সব ধরনের ক্রিকেট কার্যক্রম বর্জন করা হবে। নির্ধারিত সময়ের মধ্যে পদত্যাগের কোনো ঘোষণা না আসায় ম্যাচ বয়কটের সিদ্ধান্তে অনড় থাকেন ক্রিকেটাররা। রাতভর বৈঠক ও ম্যাচের আগে নতুন করে আলোচনাতেও কোনো সমাধান মেলেনি।
বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠু পরিস্থিতিকে অনাকাঙ্ক্ষিত বলে উল্লেখ করে জানান, বিসিবি আজকের দুই ম্যাচই আয়োজনের সর্বোচ্চ চেষ্টা করছে। তবে তিনি স্বীকার করেন, দিনের প্রথম ম্যাচটি সময়মতো শুরু হওয়ার সম্ভাবনা কম।

এদিকে দাবি আদায় না হওয়ায় ম্যাচের সময়েই ঢাকার হোটেল শেরাটনে সংবাদ সম্মেলনের ডাক দেয় কোয়াব। ৬ দলের ক্রিকেটারদের সেখানে এক হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সংবাদ সম্মেলন শুরু হয়নি।