জাতীয় দলের ক্রিকেটারদের নিয়ে সাম্প্রতিক সময়ে বিতর্কিত মন্তব্য করে আবারও সমালোচনার কেন্দ্রে উঠে এসেছেন বিসিবির পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। এর আগেও সাবেক অধিনায়ক তামিম ইকবালকে ঘিরে কুরুচিপূর্ণ বক্তব্য দিয়ে আলোচনায় এসেছিলেন তিনি। সর্বশেষ মন্তব্যের পর বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়, কোনো ব্যক্তির ব্যক্তিগত মন্তব্যের দায় বিসিবি নেবে না। তবে ক্রিকেটারদের প্রতি অবমাননাকর আচরণ কিংবা দেশের ক্রিকেটের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করে বোর্ড।
এ ঘটনার পরপরই কড়া অবস্থান নেয় বাংলাদেশ ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনটির সভাপতি মোহাম্মদ মিঠুন ওই বিসিবি পরিচালকের অবিলম্বে পদত্যাগ দাবি করেন। দাবি মানা না হলে দেশের সর্বস্তরের ক্রিকেট কার্যক্রম বন্ধ করে দেওয়ার কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি দেন তিনি।
এক ভিডিও বার্তায় ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (কোয়াব) প্রেসিডেন্ট মোহাম্মদ মিঠুন জানান, আগামীকাল (১৫ জানুয়ারি) বিপিএলের ম্যাচের আগে এম নাজমুল পদত্যাগ না করলে সবধরনের ক্রিকেট বর্জন করবেন তারা