Image description
 

সাম্প্রতিক সময়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সদস্যের মন্তব্য ঘিরে যে বিতর্ক তৈরি হয়েছে, সে বিষয়ে আনুষ্ঠানিক অবস্থান জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, বোর্ডের কোনো সদস্যের করা এমন মন্তব্য যদি অনুপযুক্ত, আপত্তিকর বা কষ্টদায়ক বলে বিবেচিত হয়ে থাকে, তবে সে জন্য বোর্ড আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছে। বিজ্ঞপ্তিতে স্পষ্ট করা হয়, ওই ধরনের বক্তব্য বিসিবির মূল্যবোধ, নীতিমালা কিংবা আনুষ্ঠানিক অবস্থানকে প্রতিফলিত করে না এবং বাংলাদেশ ক্রিকেটের দায়িত্বে থাকা ব্যক্তিদের কাছ থেকে যে আচরণ প্রত্যাশিত, তার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়।

বিসিবি আরও জানায়, বোর্ডের নির্ধারিত মুখপাত্র কিংবা মিডিয়া ও কমিউনিকেশন বিভাগের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে প্রকাশিত বক্তব্য ছাড়া কোনো পরিচালক বা বোর্ড সদস্যের মন্তব্যের দায় বিসিবি নেয় না। অনুমোদিত চ্যানেলের বাইরে দেওয়া যেকোনো বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত বলে গণ্য হবে এবং সেটিকে বোর্ডের নীতি বা মতামত হিসেবে ব্যাখ্যা করা উচিত নয়।

 

বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়, কোনো ব্যক্তি যদি ক্রিকেটারদের প্রতি অসম্মানজনক আচরণ করেন বা এমন মন্তব্য দেন যা বাংলাদেশ ক্রিকেটের সুনাম ও ভাবমূর্তির ক্ষতি করে, সে ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা নিতে বিসিবি দ্বিধা করবে না।

 
 

একই সঙ্গে বিসিবি জোর দিয়ে জানায়, দেশের হয়ে যারা অতীতে ও বর্তমানে ক্রিকেট খেলেছেন—সব ক্রিকেটারের প্রতি বোর্ডের পূর্ণ সম্মান ও সমর্থন রয়েছে। বাংলাদেশ ক্রিকেটের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ক্রিকেটাররাই, এবং তাদের অবদান ও কল্যাণ বিসিবির সর্বোচ্চ অগ্রাধিকার।

 

সবশেষে বোর্ড জানায়, ক্রিকেটারদের স্বার্থ, মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় বিসিবি প্রতিশ্রুতিবদ্ধ এবং খেলাটির সব স্তরে পেশাদারিত্ব, জবাবদিহিতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখতেই তারা কাজ করে যাবে।