নেত্রকোনার মোহনগঞ্জ পৌর বিএনপির সাবেক যুগ্নআহবায়ক মাসুদ মিয়ার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে। গত ৬ জানুয়ারি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মাসুদ মিয়ার এ বহিষ্কারাদেশ প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এর আগে মাসুদ মিয়াকে প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। পরে তার পক্ষ থেকে দলের কাছে আবেদন ও বিষয়টি পুর্নবিবেচনার প্রেক্ষিতে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে। তিনি এখন থেকে পুনরায় দলের প্রাথমিক সদস্য পদে বহাল থাকবেন। এ সিদ্ধান্ত শিগগিরই কার্যকর করার জন্যে চিঠিতে উল্লেখ করা হয়। এ ছাড়াও দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে কার্যকর ভূমিকা রাখার প্রত্যাশা করা হয় বিজ্ঞপ্তিতে।
এ বিষয়ে বুধবার (১৪ জানুয়ারি) সন্ধ্যায় মোহনগঞ্জ পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম খান ওরফে ভিপি জাহাঙ্গীর বলেন, পৌর বিএনপির সাবেক যুগ্নআহবায়ক নেতা মাসুদ মিয়া এর আগে পৌর যুবদলেরও আহবায়ক ছিলেন। এ ছাড়াও সে একজন বিএনপি পরিবারের সন্তান হিসেবে দলীয় কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে মাসুদ মিয়ার শক্তিশালী ভূমিকা ছিল।
কিন্তু দলীয় সিদ্ধান্ত ভঙ্গ করে সে গত ফ্যাসিস্ট সরকারের পাতানো উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে অংশ গ্রহণ করায় তখন দল থেকে তাকে বহিষ্কার করা হয়েছিল। তবে দলের হাই কমান্ড থেকে মাসুদ মিয়ার এ বহিষ্কারাদেশটি প্রত্যাহার করায় আমরা অত্যন্ত আনন্দিত, বিএনপির প্রতিটি নেতাকর্মীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। তিনি জেলা ও কেন্দ্রীয় বিএনপির নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।