Image description

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নোয়াখালী এক্সপ্রেসের হয়ে খেলতে এসে অস্বস্তিকর পরিস্থিতির মুখে পড়লেন আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আইপিএল সংশ্লিষ্ট এক প্রশ্নে প্রকাশ্যেই বিরক্তি ঝাড়লেন তিনি।

প্রশ্নটি ছিল বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান ও আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সকে ঘিরে চলমান বিতর্ক নিয়ে। বিষয়টি শুনেই ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেন নবী।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, “এটার সঙ্গে আমার কী সম্পর্ক? মুস্তাফিজের সঙ্গে আমার কী কাজ? রাজনীতির সঙ্গে আমার কী সম্পর্ক? আমি জানি সে ভালো বোলার। কিন্তু যেভাবে প্রশ্নটা করা হলো, এটা আমার সঙ্গে একেবারেই সম্পর্কিত নয়।”

নবীর এই প্রতিক্রিয়া মুহূর্তেই আলোচনার জন্ম দেয়। স্পষ্টতই তিনি এই বিতর্কে কোনো মন্তব্য করে পরিস্থিতি আরও ঘোলাটে করতে চাননি।

উল্লেখ্য, আইপিএল নিলামে বড় অঙ্কে দলে নেওয়ার পরও বিসিসিআইয়ের নির্দেশে কেকেআরকে মুস্তাফিজকে ছাড়তে হয়। এরপর থেকেই বিষয়টি কেবল ক্রিকেটীয় নয়, বরং কূটনৈতিক ও নিরাপত্তাজনিত আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে যায়। এই প্রেক্ষাপটেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতে খেলতে অনিচ্ছার কথা জানিয়ে একাধিকবার আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)-কে চিঠি দিয়েছে।

তবে নবী স্পষ্ট করে দিয়েছেন—এই রাজনৈতিক বা প্রশাসনিক টানাপোড়েনে তাকে জড়ানো ঠিক নয়। তার ভাষ্য, তিনি কেবল একজন ক্রিকেটার, মাঠের খেলাতেই তার মনোযোগ।

বর্তমানে বাংলাদেশ এখনও আইসিসির আনুষ্ঠানিক জবাবের অপেক্ষায় রয়েছে। সূচি অনুযায়ী টি-টোয়েন্টি বিশ্বকাপ আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হওয়ার কথা, যেখানে বাংলাদেশের বেশ কয়েকটি ম্যাচ ভারতের মাটিতে হওয়ার কথা রয়েছে। কিন্তু এত কাছাকাছি সময়ে ভেন্যু পরিবর্তনের সম্ভাবনা খুব একটা উজ্জ্বল নয় বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

সব মিলিয়ে, মাঠের বাইরের উত্তাপ যখন বিপিএলেও ঢুকে পড়ছে, তখন মোহাম্মদ নবীর ক্ষুব্ধ প্রতিক্রিয়া যেন স্পষ্ট বার্তাই দিল—সব বিতর্কের উত্তর ক্রিকেটারদের কাছ থেকে চাওয়াটা সব সময় যুক্তিসংগত নয়।