যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তীব্র নিন্দা জানিয়েছে উত্তর কোরিয়া। সোমবার দেশটি যুক্তরাষ্ট্রকে ‘নির্লজ্জ’ বলে আখ্যায়িত করে অভিযোগ করেছে, ওয়াশিংটনের কর্মকাণ্ড জাতিসংঘের মর্যাদা ক্ষুণ্ন করছে এবং তা একটি ঘৃণ্য অপরাধের শামিল।
পিয়ংইয়ংয়ের জাতিসংঘ মিশনের এক বিবৃতিতে বলা হয়েছে, জাতিসংঘে আলোচনার প্রধান বিষয় হওয়া উচিত যুক্তরাষ্ট্রের এসব কার্যকলাপ, শুধু অন্য দেশগুলোর ওপর নিষেধাজ্ঞা আরোপ নয়।
উত্তর কোরিয়া যুক্তরাষ্ট্রের আচরণকে জাতিসংঘের প্রতি অবজ্ঞা হিসেবে দেখছে। বিবৃতিতে কোনো নির্দিষ্ট ঘটনার উল্লেখ না থাকলেও বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে আটক করার ঘটনার পর যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়ায় এই প্রতিক্রিয়া এসেছে।
উল্লেখ্য, পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচির কারণে উত্তর কোরিয়া দীর্ঘদিন ধরে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার আওতায় রয়েছে এবং আন্তর্জাতিক চাপের মুখে আছে।
সূত্র: আল আরাবিয়া