Image description
 

বাংলাদেশ ক্রিকেটের রেকর্ডের তালিকায় নতুন নাম যুক্ত হলো রিশাদ হোসেনের। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশে প্রথম বাংলাদেশি হিসেবে অভিষেক করা এই লেগস্পিনার প্রথম মৌসুমেই নজর কাড়লেন। গত শুক্রবার হোবার্ট হারিকেন্সের হয়ে অ্যাডিলেড স্ট্রাইকার্সের বিপক্ষে খেলার সময় তিনি ৪ ওভারে ২৬ রান খরচ করে ৩ উইকেট নিয়েছেন। এই পারফরম্যান্সের ফলে হোবার্ট ৩৭ রানে জয় পেয়েছে। এখন পর্যন্ত ৮ ম্যাচে রিশাদের উইকেটসংখ্যা ১১, যা বাংলাদেশি বোলার হিসেবে বিগ ব্যাশের সর্বোচ্চ। এর আগে এই রেকর্ডটি ধরেছিলেন সাকিব আল হাসান, ৬ ম্যাচে ৯ উইকেট নিয়ে।

 

রিশাদের এই সফলতা শুধু বাংলাদেশি ক্রিকেটারদের জন্য নয়, বরং স্পিনারদের দিক থেকেও নজর কাড়ছে। বিগ ব্যাশে এখন পর্যন্ত স্পিনারদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ উইকেট সংগ্রাহক হিসেবে রিশাদের সঙ্গে সমান সংখ্যা আছে অ্যাডিলেড স্ট্রাইকার্সের লেগস্পিনার লয়েড পোপের। উইকেটসংগ্রাহকদের তালিকায় ষষ্ঠ অবস্থানে থাকা রিশাদের আগে জ্যাক এডওয়ার্ডস ও গুরিন্দর সান্ধুর ১৪টি উইকেট, পিটার সিডল ও হারিস রউফের ১৩টি এবং নাথান এলিসের ১২ উইকেট রয়েছে।

এর আগে বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) নোয়াখালী এক্সপ্রেসের হয়ে নাসুম আহমেদও নজর কাড়েন। ৫ জানুয়ারি সিলেট টাইটানসের বিপক্ষে ৪ ওভারে মাত্র ৭ রান খরচ করে ৫ উইকেট নিয়ে তিনি স্পিনার হিসেবে সেরা বোলিং ফিগারের নতুন রেকর্ড গড়েন। এর আগে এই রেকর্ডটি ২০১৭ সালে সাকিব আল হাসানের নামে ছিল। সেবার সাকিব ৩.৫ ওভার বল করে ৫ উইকেটে নিতে খরচ করেছিলেন ১৬ রান।