মাঠে খেলা চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন ভারতের মিজোরামের সাবেক ক্রিকেটার কে লালরেমরুয়াতা। গত ৮ জানুয়ারি স্থানীয় ‘খালিদ মেমোরিয়াল’ দ্বিতীয় বিভাগ স্ক্রিনিং টুর্নামেন্টের ম্যাচ চলাকালীন হঠাৎই মাঠে লুটিয়ে পড়েন তিনি। পরে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৮ বছর। কে লালরেমরুয়াতার মৃত্যুতে বিসিসিআই শোকবার্তা জানিয়েছে এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অব মিজোরাম (সিএএম) ৮ জানুয়ারি তাদের পূর্বনির্ধারিত সব ম্যাচ স্থগিত ঘোষণা করেছে।
ক্রিকেটারের এই আকস্মিক মৃত্যুতে দেশটির ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিসিআই শোকবার্তায় জানিয়েছে, মিজোরামের ক্রিকেটার কে লালরেমরুয়াতার প্রয়াণে আমরা শোকস্তব্ধ। রঞ্জি ট্রফি ও সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে তিনি মিজোরামের প্রতিনিধিত্ব করেছেন। এই কঠিন সময়ে বিসিসিআই তার পরিবারের পাশে রয়েছে।
ক্রিকেট থেকে অবসরের পর মিজোরাম ক্রিকেট অ্যাসোসিয়েশনের সঙ্গে যুক্ত থাকা কে লালরেমরুয়াতা ক্যারিয়ারে দুটি রঞ্জি ট্রফি এবং সাতটি সৈয়দ মুস্তাক আলি ট্রফি ম্যাচ খেলেছেন। তিনি ২০১৮ থেকে ২০২২ সাল পর্যন্ত মিজোরামের হয়ে ঘরোয়া ক্রিকেটে সক্রিয় ছিলেন।
তার মৃত্যুতে মিজোরামের ক্রিকেটে গভীর শোকের ছায়া নেমে এসেছে।