এক সময়ে ছিলেন পাকিস্তান জাতীয় দলের প্রাণভোমরা। কিন্তু সময়ের পরিক্রমায় দলেই জায়গা হচ্ছে না পাকিস্তান ক্রিকেট দলের সবচেয়ে অভিজ্ঞ দুই ক্রিকেটার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের। জাতীয় দল যেখানে শ্রীলঙ্কা সফরে গেছে, সেখানে অস্ট্রেলিয়ান ক্রিকেট লিগ বিগ ব্যাশ খেলে বেড়াচ্ছেন তারা।
বাবর আজমকে ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে তুলনা করতেন পাকিস্তান সমর্থকরা। আর রিজওয়ানকে ভাবা হতো দলের অন্যতম সেরা ব্যাটিং স্তম্ভ হিসেবে। কিন্তু সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে সুবিধা করতে পারছেন না কেউই। তবে ফুরিয়ে গেছেন বাবর-রিজওয়ান?
সিডনি সিক্সার্সের জার্সিগায়ে খেলছেন বাবর আজম। আর রিজওয়ান প্রতিনিধিত্ব করছেন মেলবোর্ন রেনেগাডসের হয়ে। ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের চার নম্বরে অবস্থান করছে সিক্সার্স। আর রিজওয়ানের রেনেগাডসের অবস্থান পয়েন্ট টেবিলের সাত নম্বরে।
বিগ ব্যাশের এবারের আসরে দলের হয়ে প্রতিটি ম্যাচেই খেলার সুযোগ পেয়েছেন বাবর-রিজওয়ান। ৭ ম্যাচে বাবর আজমের ব্যাট থেকে এসেছে ১৪৫ রান। ব্যাট হাতে দুটি অর্ধশতকের দেখা পেলেও স্ট্রাইক রেট ও গড়টা সন্তোষজনক নয়। বাবরের গড় মাত্র ২৪। আর স্ট্রাইক রেট মাত্র ১০৮।
এদিকে রিজওয়ানের পারফরম্যান্স আরও হতাশাজনক। একশো স্ট্রাইক রেটেও ব্যাট করতে পারেননি তিনি। ৬ ম্যাচে পাকিস্তানি এই উইকেটরক্ষকের ব্যাট থেকে এসেছে মাত্র ১২০ রান। গড় ২০, স্ট্রাইক রেট মাত্র ৯৯। এই ৬ ম্যাচে তার ব্যক্তিগত সর্বোচ্চ স্কোর ৪১ রান।