Image description

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইয়ের সূচি প্রকাশ করেছে আইসিসি। ২০২৬ বিশ্বকাপে সুযোগ পেতে হলে শীর্ষ চারে থাকতে হবে বাংলাদেশকে। 

নেপালে হতে যাওয়া বাছাই টুর্নামেন্টে বাংলাদেশের অভিযান শুরু হবে আগামী ১৮ জানুয়ারি। নিগার সুলতানা জ্যোতিদের প্রথম ম্যাচে প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র।

১০ দলের এই টুর্নামেন্টে বাংলাদেশসহ প্রতিটি দল চারটি করে ম্যাচ খেলবে।

 

অন্য তিন ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ হচ্ছে ‘এ’ গ্রুপের পাপুয়া নিউগিনি, নামিবিয়া ও আয়ার‌ল্যান্ড। ২০ জানুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ পাপুয়া নিউগিনি। অন্যদিকে ২২ জানুয়ারি নামিবিয়ার বিপক্ষে খেলার পর গ্রুপ পর্বের শেষ ম্যাচে ২৪ জানুয়ারি আয়ারল্যান্ডের মুখোমুখি হবে মারুফা আক্তার-ফারজানা হক পিংকিরা।

আগামী জুন-জুলাইয়ে নারী বিশ্বকাপের ১০ম আসর হবে ইংল্যান্ডে। ইতিমধ্যে ৮ দল বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে। বাকি ৪ টিকিটের জন্য বাছাইপর্বে লড়বে ১০ দল। ৫ দল করে দুটি গ্রুপে ভাগ হওয়া শীর্ষ তিন দল সুপার সিক্সে জায়গা পাবে।

সেখানে প্রতিপক্ষ হিসেবে এক গ্রুপের দল অন্য গ্রুপের দলগুলোকে পাবে। 

 

শেষ পর্যন্ত পয়েন্ট তালিকার শীর্ষে যে চার দল থাকবে তারা অস্ট্রেলিয়া, ভারত, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ পাকিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গী হবে। বাছাইয়ের পর্বে ম্যাচ হবে দুটি ভেন্যুতে—কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ড ও মুলপানি ইন্টারন্যাশনাল ক্রিকেট গ্রাউন্ডে। মূলপর্বে নামার আগে নেদারল্যান্ডস ও থাইল্যান্ডের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

গ্রুপ ‘এ’: বাংলাদেশ, আয়ারল্যান্ড, নামিবিয়া, পাপুয়া নিউগিনি ও যুক্তরাষ্ট্র।


গ্রুপ ‘বি’: নেপাল, নেদারল্যান্ডস, স্কটল্যান্ড, থাইল্যান্ড ও জিম্বাবুয়ে।

 

তারিখ ম্যাচ ভেন্যু
১৮ জানুয়ারি বাংলাদেশ-যুক্তরাষ্ট্র মুলপানি
২০ জানুয়ারি বাংলাদেশ-পাপুয়া নিউগিনি কীর্তিপুর
২২ জানুয়ারি বাংলাদেশ-নামিবিয়া কীর্তিপুর
২৪ জানুয়ারি বাংলাদেশ-আয়ারল্যান্ড মুলপানি