মোস্তাফিজুর রহমান ইস্যুর পর নিরাপত্তা শঙ্কার কথা জানিয়ে ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বলে আগেই জানিয়েছে বাংলাদেশ। দুদিন আগে বিষয়টি আইসিসিকে জানানো হলেও গতকাল মধ্যরাতে ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফো জানায়, ভার্চুয়াল মিটিংয়ে বিসিবিকে প্রতিক্রিয়া জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।
জানানো হয়, ভারতেই খেলতে হবে বাংলাদেশকে। নাহয় থাকবে পয়েন্ট হারানোর ঝুঁকি।
এদিকে বাংলাদেশি এক গণমাধ্যমকে বিষয়টি মিথ্যা বলে জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। তিনি জানান, ‘ক্রিকইনফোর এই খবর সত্য নয়।
তিনি আরও বলেন, ‘আইসিসি আমাদের কাছে জানতে চেয়েছে আমরা কেন ভারতে যাব না। আমরা তো আমাদের মেইলে উল্লেখ করেছি যে আমাদের সিকিউরিটি কনসার্ন আছে।
‘তারপরও আইসিসি আমাদের কাছে আরেকবার গতকাল রাতে বিসিবির কি কি নিরাপত্তাজনিত উদ্বেগ আছে, সেগুলোর একটা পূর্ণাঙ্গ বিবরণ চেয়েছে। কী কারণে বিসিবির উদ্বেগ, কেন ভারতের মাটিতে বাংলাদেশের ক্রিকেটাররা নিরাপদ নন, সেই ব্যাখ্যাটা আইসিসির কাছে দেওয়া হবে। তারপর বলা যাবে আইসিসি কী সিদ্ধান্ত নেয়। কিন্তু হুট করে যেটা বলা হয়েছে, আইসিসি বাংলাদেশকে ভারতেই খেলতে বলেছে না হয় বিশ্বকাপে ওয়াকওভার দিতে হবে, এই খবর একদমই মিথ্যা।