আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ায় জল বেশ ঘোলা হচ্ছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে ইতিমধ্যে আইসিসিকে চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চিঠিতে বিসিবি লিখেছে, নিরাপত্তা ঝুঁকিতে ভারতে খেলবে না বাংলাদেশ।
ম্যাচগুলো তাই শ্রীলঙ্কায় নেওয়ার দাবি রেখেছে বাংলাদেশ।
যেখানে বাংলাদেশের খেলোয়াড়ের সম্মান নেই সেই খেলা দেখার দরকার নেই বলে জানিয়েছেন পাইলট।
মুস্তাফিজকে এভাবে বাদ দেওয়ার বিষয়টা মানতে পারছেন না পাইলট। সাবেক উইকেটরক্ষক-ব্যাটার ও অধিনায়ক বলেছেন, ‘দেখুন, একটা হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার যে ইস্যু দেখিয়ে মুস্তাফিজকে পাঠিয়েছেন, সেটা কিন্তু বোধগম্য না। পারফরম্যান্সের কারণে হতে পারত। সে ভালো পারফর্ম করছে না দেখে তাকে ছেড়ে দিয়েছে। কোনো কিছু না দেখিয়ে আপনি পাঠিয়েছেন।