Image description

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কলা অনুষদভুক্ত ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আতাউর রহমান বিশ্বাস ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বুধবার (৭ জানুয়ারি) সকালে সুন্দরবন এলাকায় অবস্থান করা আলাস্কা জাহাজের ক্যাবিনে তার মৃত্যু হয়। 

বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন বিভাগের সহযোগী অধ্যাপক ড. ওমর ফারুক। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ট্যুর ছিল তাদের। 

ড. ওমর ফারুক বলেন, অধ্যাপক আতাউর রহমান স্যার আর আমাদের মাঝে নেই। উনি আজ সকালে ইন্তেকাল করেছেন। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের শিক্ষকরা সুন্দরবনে ঘুরতে এসেছি। বর্তমানে আলাস্কা জাহাজে অবস্থান করছি। রাতেও জাহাজেই ছিলাম। আতাউর রহমান স্যার উনি উনার ক্যাবিনেই ছিলেন। সকালে আমরা শুনতে পেলাম উনি আর নেই। 

তিনি আরও বলেন, সম্ভবত কার্ডিয়াক অ্যাটাকজনিত কারণে তার মৃত্যু হয়েছে, আপাতত এটাই ধারণা করা হচ্ছে। তার কাছে কেউ ছিলেন না, যার কারণে এক্সাক্ট তথ্য বলা যাচ্ছে না। তার মৃত্যুতে আমরা শোকাহত। আমাদের ট্যুর স্থগিত করা হয়েছে। এখন আমরা মংলার দিকে ব্যাক করছি।