Image description

আফ্রিকান কাপ অব নেশন্সে বাজে পারফর্ম করে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে গ্যাবন। গ্রুপপর্বের সবকটি ম্যাচ হেরেছে তারা। এমন বিদায়ে বেশ ক্ষুব্ধ হয়েছে দেশটির সরকার। জাতীয় দলকে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ এবং কোচিং স্টাফদের সবাইকে বরখাস্ত করেছেন গ্যাবনের ক্রীড়ামন্ত্রী সিমপ্লিস-দেজিরে মামবুলা।

এবারের আফ্রিকান কাপ অব নেশন্সে ‘এফ’ গ্রুপে ছিল গ্যাবন। তাদের গ্রুপে ছিল মোজাম্বিক, আইভরি কোস্ট এবং ক্যামেরুন। গ্রুপের সবকটি ম্যাচ হেরেছে গ্যাবন। এমন করুণ পরাজয়ের পর দেশটির ক্রীড়ামন্ত্রী সিমপ্লিস-দেজিরে মামবুলা বলেন, ‘আফকনে লজ্জাজনক পারফরম্যান্সের পর টেকনিক্যাল স্টাফ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আন্তর্জাতিক ফুটবলে নিষিদ্ধ থাকবে জাতীয় দল আর পিয়ের-এমেরিক অবামেয়াং ও ব্রুনো একুয়েলেকে জাতীয় দলে নিষিদ্ধ করা হয়েছে।’

এখানেই ঝামেলা শেষ না। দেশটির ফুটবলে সরকার হস্তক্ষেপ করায় আরো সমস্যায় পড়তে পারে গ্যাবন। কোনো দেশের ক্রীড়াঙ্গনে রাজনৈতিক প্রভাব খাটালে ভালো চোখে দেখা হয় না। এখন দেখার বিষয় ফিফা কী পদক্ষেপ নেয়।