Image description

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) ২০২৫-এ নিজেদের তৃতীয় ম্যাচে সিলেটের বিপক্ষে টস জিতে রংপুর রাইডার্স প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে এটি রংপুর রাইডার্সের তৃতীয় ম্যাচ। প্রথম ম্যাচ জয়ের পর নিজেদের শেষ ম্যাচে রাজশাহীর কাছে সুপার ওভারে হেরেছিল তারা।

আজকের ম্যাচে একাদশে একটি পরিবর্তন এনেছে রংপুর।

পেসার নাহিদ রানার বদলে একাদশে জায়গা পেয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। অন্যদিকে সিলেট টাইটান্সের একাদশ অপরিবর্তিত আছে। 

রংপুর রাইডার্স একাদশ: 
ডেভিড মালান, লিটন দাস, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, খুশদিল শাহ, নুরুল হাসান সোহান (অধিনায়ক), ফাহিম আশরাফ, কাইল মায়ার্স, আলিস ইসলাম, মুস্তাফিজুর রহমান ও মৃত্যুঞ্জয় চৌধুরী।

সিলেট টাইটান্স একাদশ : 

সাইম আইয়ুব, রনি তালুকদার, জাকির হাসান, পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), আফিফ হোসেন, ইথান ব্রুকস, নাসুম আহমেদ, খালেদ আহমেদ, মোহাম্মদ আমির, আজমতউল্লাহ ওমরজাই।