ভারতের জম্মুতে এক সাধারণ স্থানীয় ক্রিকেট ম্যাচ হঠাৎই রূপ নিল উত্তেজনাপূর্ণ রাজনৈতিক ঘটনায়। ব্যাট হাতে ক্রিজে দাঁড়িয়ে থাকা এক ক্রিকেটারের হেলমেটে হঠাৎ দেখা গেল ফিলিস্তিনের পতাকা—এরপর যা হওয়ার, ঠিক তাই হলো। মুহূর্তেই আলোচনায় জ্বলে ওঠে বিষয়টি, আর সেই দৃশ্য ধরা পড়তেই তাৎক্ষণিকভাবে তদন্তে নেমে পড়ল ভারতীয় পুলিশ। পতাকা প্রদর্শনের ঘটনায় প্রশ্নবিদ্ধ হলেন সেই ক্রিকেটার, তলব করা হলো টুর্নামেন্ট আয়োজককেও—এখন তদন্তকারীরা খুঁজছেন, এটি কি নিছক প্রতীক প্রদর্শন, নাকি এর পেছনে আছে কোনো গভীর উদ্দেশ্য?
পুলিশের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, সংশ্লিষ্ট ক্রিকেটারের হেলমেটের সামনের অংশে স্পষ্টভাবেই ছিল ফিলিস্তিনের পতাকার স্টিকার। ভারত টুডের প্রতিবেদনে জানা যায়, জিজ্ঞাসাবাদের জন্য তলব করা ক্রিকেটারের নাম ফুরকান ভাট।
ঘটনাটি ঘটে বুধবার, জম্মু অ্যান্ড কাশ্মির চ্যাম্পিয়নস লিগের একটি ম্যাচে, যেখানে খেলছিল JK11 Kings ও Jammu Trailblazers। জম্মু–কাশ্মির পুলিশ জানিয়েছে, পতাকা ব্যবহারের ক্ষেত্রে কোনো অনুমতি নেওয়া হয়েছিল কি না, টুর্নামেন্টের নিয়ম ভঙ্গ হয়েছে কি না এবং উদ্দেশ্য কী ছিল—এসব বিষয় যাচাই করা হচ্ছে।
এটিও নিশ্চিত করা হয়েছে যে, সংশ্লিষ্ট লিগটি পুরোপুরিভাবে ব্যক্তি উদ্যোগে পরিচালিত স্থানীয় টুর্নামেন্ট; কোনো জাতীয় বা আন্তর্জাতিক ক্রিকেট কর্তৃপক্ষের সঙ্গে এর আনুষ্ঠানিক সম্পৃক্ততা নেই।
পুলিশ জানিয়েছে, এখন পর্যন্ত কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি। জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাই–বাছাই শেষে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। পুলিশের এক কর্মকর্তা বলেন,“ঘটনার পূর্ণাঙ্গ সত্যতা যাচাই করা হচ্ছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে কি না, তা সিদ্ধান্ত হবে।”
ভারতে এর আগেও ফিলিস্তিনের পতাকা প্রদর্শনকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ২০২৫ সালের জুলাইয়ে উত্তর প্রদেশে অনুরূপ ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছিল। ফলে নতুন এই ঘটনা ভারতের অভ্যন্তরে রাজনৈতিক ও সামাজিক আলোচনাকে আবারও উস্কে দিয়েছে।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পরিস্থিতি কোন দিকে যায়—এখন নজর সেদিকেই।