বিগ ব্যাশে শুরুটা ভালো হয়নি হোবার্ট হারিক্যান্সে। হেরেছে প্রথম ম্যাচে। এরপরের তিন ম্যাচে টানা জয় নিয়ে টেবিলের সুবিধাজনক অবস্থানে রয়েছে দলটি। তবে জয়ের ধারা অব্যাহত রাখা হলো না হোবার্টের। পার্থ স্কর্চার্সের বিপক্ষে ৪০ রানের বড় ব্যবধানে হারল রিশাদ হোসেনের হোবার্ট।
ম্যাচের শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেটে ২২৯ রান করে পার্থ স্কর্চাস। জবাবে ১৮৯ রানে থামে হোবার্টের ইনিংস।
হোবার্টের হারের দিনে বল হাতে সুবিধা করতে পারেননি রিশাদ হোসেন। ৪ ওভার বল করে খরচ করেছেন ৩৫ রান। কিন্তু পাননি কোনো উইকেটের দেখা। এদিকে ব্যাট হাতে ৮ বলে ১০ রান করেন রিশাদ।
হোবার্টে ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে পার্থ। ১০ বলে ১৬ রান করে আউট হন ওপেনার ফিন অ্যালেন। আর ৮ বলে ৪ রান করেন কুপার কনোলি।
তৃতীয় উইকেটে অ্যারন হার্ডি ও মিচেল মার্শ মিলে গড়েন ১৬৪ রানের বিশাল জুটি। তাতেই পাহাড়সমান সংগ্রহ পায় পার্থ। সেঞ্চুরির দেখা পেয়েছেন মিচেল মার্শ। মাত্র ৫৮ বলে ১০২ রান করেন তিনি। এদিকে ৬ রানের আক্ষেপ থেকে যায় হার্ডির। ৪৩ বলে ৯৪ রানে অপরাজিত থাকেন তিনি। এদিকে ১ রানে অপরাজিত থাকেন অ্যাস্টন টার্নার।
রান তাড়া করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে হোবার্ট। বলার মতো তেমন স্কোর সংগ্রহ করতে পারেননি কেউই। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রানের ইনিংসটি খেলেন নিখিল চৌধুরী। ম্যাথু ওয়েড করেন ২৯ রান। আর ২৭ রান আসে ওপেনার টিম ওয়ার্ডের ব্যাট থেকে। বাকি ব্যাটারদের কেউই বিশের কোটা পূরণ করতে পারেননি।
পার্থের হয়ে সর্বোচ্চ তিনটি উইকেট নেন অ্যাস্টন আগার। আর ম্যাচের একমাত্র সেঞ্চুরিয়ান মিচেল মার্শ ম্যাচসেরা নির্বাচিত হন।