Image description
 

স্মার্টফোন বাজার স্থিতিশীল করা এবং অবৈধ ও অনানুষ্ঠানিক মোবাইল ফোনের দৌরাত্ম্য রোধে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। মোবাইল ফোন আমদানিতে বিদ্যমান ৬১ শতাংশ কর কমিয়ে ৪৩ দশমিক ৪ শতাংশ নির্ধারণ করা হয়েছে। এই কর হ্রাসের মাধ্যমে বাজারে স্বচ্ছতা বাড়ানো এবং চোরাচালান হয়ে আসা ফোনের প্রবাহ নিয়ন্ত্রণই সরকারের মূল লক্ষ্য।

 

একই সঙ্গে স্থানীয়ভাবে সংযোজিত (লোকালি অ্যাসেম্বলড) মোবাইল ফোনের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে। এর ফলে দেশে মোবাইল ফোন সংযোজন ও উৎপাদনে উৎসাহ বাড়বে এবং দেশীয় মোবাইল শিল্পে নতুন গতি আসবে বলে আশা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ১ জানুয়ারি উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। তিনি বলেন, এই সিদ্ধান্তগুলোর প্রধান উদ্দেশ্য হলো বাজারে অবৈধ মোবাইল ফোনের বিস্তার রোধ করা এবং দেশীয় শিল্পকে সহায়তা দেওয়া।

 

কর কমানোর ফলে স্থানীয় উৎপাদনকারীদের উৎপাদন ব্যয় কমবে, যা একদিকে ভোক্তাদের জন্য তুলনামূলক কম দামে স্মার্টফোনের সুযোগ তৈরি করবে, অন্যদিকে বিদেশি প্রতিযোগিতার চাপ থেকে দেশীয় শিল্পকে সুরক্ষা দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।