Image description

গলায় ফাঁস দেওয়া অবস্থায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) লামিসা খাতুন (২১) এক ছাত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

বুধবার (৩১ ডিসেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয় সংলগ্ন ধরমপুর লেবু বাগান এলাকায় বাদশা ছাত্রীনিবাসে এ ঘটনা ঘটে।

লামিসা খাতুন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী ও খুলনা মহানগরের বাসিন্দা।

জানা গেছে, বিকেলে লামিসাকে ছাত্রীনিবাসের নিজ কক্ষের ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পায় অন্য মেয়েরা। পরে তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেলে কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে ময়নাতদন্তের জন্য মরদেহ রামেক মর্গে রাখা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, মেসের অন্য ছাত্রীরা তাকে উদ্ধার করে মেডিকেল নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেছেন। তবে মৃত্যুর প্রকৃত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।