Image description

ইংল্যান্ডকে ২০১৩-১৪ মৌসুমের অ্যাশেজে একাই ধসিয়ে দেন মিচেল জনসন। প্রতিপক্ষকে ধবলধোলাই করার সিরিজে ৫ টেস্টে ৩৭ উইকেট নিয়ে হয়েছিলেন সিরিজসেরা। সাবেক বাঁহাতি পেসারের মতোই এবার ঘরের মাঠে ইংল্যান্ডকে ধসিয়ে দিয়েছেন মিচেল স্টার্ক। সেই বিধ্বংসী পারফরম্যান্সের পুরস্কারও পেলেন বাঁহাতি পেসার।

ক্যারিয়ারের গোধূলিলগ্নে এসে ক্যারিয়ারসেরা র‌্যাংকিং অর্জন করেছেন স্টার্ক। এক ধাপ এগিয়ে প্রথমবারের মতো টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে ২ নম্বরে জায়গা পেয়েছেন ৩৫ বছর বয়সী পেসার। তার রেটিং পয়েন্ট এখন ৮৪৩। রেটিংয়ের দিক থেকে অবশ্য সেরা অর্জন করেছিলেন অ্যাশেজের দ্বিতীয় টেস্টের পর।

৪ ডিসেম্বর শুরু হওয়া ব্রিসবেন টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে ৮৫২ রেটিং অর্জন করেছিলেন।

সব মিলিয়ে এখন পর্যন্ত ৩-১ হওয়া অ্যাশেজে সর্বোচ্চ ২৬ উইকেট নিয়েছেন স্টার্ক। সর্বশেষ মেলবোর্নে হওয়া চতুর্থ টেস্টে ৪ উইকেট নেন তিনি। স্টার্ক অবশ্য র‌্যাংকিংয়ে দুইয়ে একাই নন, তার সঙ্গী হয়েছেন পাকিস্তানের স্পিনার নোমান আলী।

দুই ধাপ এগানো নোমানের পয়েন্টও ৮৪৩। তাদের জায়গা দিতে দুই ধাপ পিছিয়েছেন অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্স। ৮৭৯ পয়েন্ট নিয়ে যথারীতি শীর্ষে আছেন ভারতীয় পেসার জাসপ্রীত বুমরাহ।

অ্যাশেজের পারফরম্যান্স দিয়ে উন্নতি হয়েছে স্কট বোল্যান্ড-জশ টাংয়দেরও। ১৩ ধাপ এগিয়ে ৩০ নম্বরে আছেন ইংল্যান্ডের পেসার টাং।

অন্যদিকে তার সতীর্থ ব্রাইডন কার্স ৬ ধাপ এগিয়ে আছেন ২৩ নম্বরে। তাদেরই আরেক সতীর্থ গাস অ্যাটকিনসন ৪ ধাপ এগিয়ে রবীন্দ্র জাদেজার সঙ্গে যৌথভাবে ১৩ নম্বরে আছেন। আর দুই ধাপ এগানো অস্ট্রেলিয়ার পেসার স্কট বোল্যান্ড জায়গা পেয়েছেন ৭ নম্বরে।

 

ব্যাটিংয়ে ৩ ধাপ এগিয়েছেন হ্যারি ব্রুক। ৮৪৬ রেটিং নিয়ে তারই সতীর্থ শীর্ষে থাকা জো রুটের (৮৬৭) ঘাড়ে নিঃশ্বাস ফেলেছেন ইংল্যান্ডের ব্যাটার। রুটকে জায়গা দিয়ে এক ধাপ করে যথাক্রমে পিছিয়েছেন কেন উইলিয়ামসন (৩ নম্বর) ও ট্রাভিস হেড (৪)। অন্যদিকে ২ ধাপ পিছিয়ে পাঁচে আছেন স্টিভেন স্মিথ। 

বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষ দুইয়ে জায়গা পেলেও অলরাউন্ডার র‌্যাংকিংয়ে পিছিয়েছেন স্টার্ক। ২ ধাপ পিছিয়ে এখন ৫ নম্বরে অস্ট্রেলিয়ান পেসার। তারই সুযোগ নিয়ে এক ধাপ এগিয়ে ৪ নম্বরে জায়গা পেয়েছেন মেহেদী হাসান মিরাজ। শীর্ষ তিনে কোনো পরিবর্তন নেই। ৪৫৫ রেটিং নিয়ে শীর্ষে থাকা ভারতীয় অলরাউন্ডার জাদেজার পরেই আছেন মার্কো ইয়ানসেন ও বেন স্টোকস।