বিপিএলের ১২তম আসর শুরু হয়ে গেছে সিলেটে। আজ (শুক্রবার) দুপুরে হাজার হাজার বেলুন উড়িয়ে বিপিএলের উদ্বোধন করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দুই ম্যাচের মাঝে ছোট পরিসরে হয়েছে উদ্বোধনী অনুষ্ঠানও। তবে কোথাও বিপিএলের নতুন ট্রফির দেখা মেলেনি।
বিপিএল শুরুর আগেই ট্রফি এসেছিল বাংলাদেশে। কিন্তু সেটা পছন্দ হয়নি বিপিএল গভর্নিং কাউন্সিলের। ফলে নতুন করে আবারো বানানো হচ্ছে ট্রফি। এ প্রসঙ্গে বিসিবির সহ-সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, ‘আগে যে ট্রফিটা ছিল সেটা গতানুগতিক। ওইটা পরিবর্তন করে নতুন একটা আনা হয়েছে, কিন্তু ওইটা আপ টু দ্য মার্ক না।’
বিসিবির সহ-সভাপতি আরও যোগ করেন, ‘এজন্য পরিবর্তন করে আবার ট্রফি আনা হচ্ছে। খুব দ্রুতই ট্রফিটা আমাদের হাতে আসবে। আসলে কম সময়ে আবার আমরা পরিবর্তনও করতে চেয়েছি। আগের ট্রফি যদি থাকতো তাহলে এই প্রশ্ন আসতোই না। আশা করছি আপনাদের ভালো লাগবে। এখন পর্যন্ত আপনাদের দেখা সেরা ট্রফি, ভালো ট্রফি হবে এবার।’
দুবাইয়ে ডায়মন্ডখচিত ট্রফি তৈরিতে খরচ হচ্ছে ২৫ হাজার মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা সাড়ে ৩০ লাখ টাকার বেশি। মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, ‘ট্রফিটা অর্ডার করা হয়েছে, ডায়মন্ডখচিত ট্রফি। ২৫ হাজার মার্কিন ডলার ট্রফি (বানানোর) খরচ। সাখাওয়াত ভাই যেটা বললেন, আমাদের পেতে একটু দেরি হচ্ছে। খুব দ্রুতই চলে আসবে। আশা করছি ট্রফিটা দেখলে আপনাদের ভালো লাগবে।’
বিপিএলের জন্য দুটি ট্রফি আনার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। সাখাওয়াত বলেন, ‘আমরা দুটা ট্রফি আনছি, একটা দিয়ে দিব, আরেকটা রাখব বিসিবিতে। একটা আনলে দাম যা হয় দুইটা আনলে অনেক কম পড়ে, একই জিনিস। বিসিবিতে একটা থাকল এবং যারা চ্যাম্পিয়ন হয় তারা একটা নিয়ে গেল।’